প্রথম ভিডিও প্রকাশ, Realme 10 Pro 5G Coca-Cola edition কেমন দেখতে হবে দেখে নিন

Realme 10 Pro 5G Coca-Cola Edition-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে

রিয়েলমি তাদের বিশেষ ও বহু প্রতীক্ষিত Realme 10 Pro 5G Coca-Cola Edition-টি আগামী ১০ ​​ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করবে। সম্প্রতি এর ডিজাইন প্রদর্শনের জন্য কোম্পানি একটি টিজার ভিডিও প্রকাশ্যে এনেছে। আবার এর পাশাপাশি, ডিভাইসটির আরেকটি ভিডিও টুইটারে ফাঁস হয়েছে, যা কোকা-কোলা ব্র্যান্ডিং যুক্ত বিশেষ সংস্করণের Realme 10 Pro 5G-এর ডিজাইনটি স্পষ্টভাবে তুলে ধরেছে। আসুন লঞ্চের আগে এই হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Realme 10 Pro 5G Coca-Cola Edition-এর ভিডিও

ভারতের বাজারে আসন্ন কোকা-কোলা সংস্করণটি গত নভেম্বরে লঞ্চ হওয়া রিয়েলমি ১০ প্রো ৫জি-এর একটি বিশেষ সংস্করণ। টিপস্টার ইশান আগরওয়াল টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে রেগুলার রিয়েলমি ১০ প্রো ৫জি এবং এর বিশেষ কোকা-কোলা সংস্করণটিকে প্রদর্শন করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, রিয়েলমি ১০ প্রো ৫জি কোকা-কোলা সংস্করণে একটি ব্ল্যাক-রেড ডুয়েল-টোন ডিজাইন রয়েছে। কালো অংশে লাল অ্যাকসেন্ট সহ ডুয়েল ক্যামেরা রিং এবং নীচের দিকে রিয়েলমি লোগোটি রয়েছে। এছাড়া, ফোনটির পিছনের ডান অংশে লাল ব্যাকগ্রাউন্ড সহ কোকা-কোলা ব্র্যান্ডিং বর্তমান।

Realme 10 Pro 5G Coca-Cola সংস্করণের স্পেসিফিকেশন

Realme 10 Pro 5G Coca-Cola Edition-টি এর রেগুলার ভ্যারিয়েন্টের মতো একই বৈশিষ্ট্য অফার করবে বলে আশা করা হচ্ছে। এতে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। স্ক্রিনটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৬ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Realme 10 Pro 5G Coca-Cola Edition-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই বিশেষ সংস্করণের মডেলটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, Realme 10 Pro Coca-Cola Edition-টির দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা, যা এটির স্ট্যান্ডার্ড সংস্করণেরও লঞ্চ মূল্য ছিল। আগ্রহী ব্যক্তিরা রিয়েলমি ইন্ডিয়া-এর ওয়েবসাইটে গিয়ে ডিভাইসটি বুক করতে পারেন। যারা ডিভাইসটি বুক করবেন তারা কুপন, একটি ব্লুটুথ স্পিকার, একটি ইলেকট্রিক টুথব্রাশ এবং আরও কিছু পুরস্কার জেতার সুযোগ পাবেন৷