Realme 8s 5G: এক্সচেঞ্জ অফারে ১৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে ঘরে আনুন ১৭,৯৯৯ টাকার ফোন

Realme 8s 5G First Sale: আজ প্রথমবার ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে Realme 8s 5G। দুপুর ১২টায় Flipkart ও realme.com থেকে কেনা যাবে ফোনটি। সেল উপলক্ষ্যে ফোনটির ওপর ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। Realme 8s 5G ফোনের ফিচারের কথা বললে, এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।

Realme 8s 5G এর দাম ও অফার

রিয়েলমি ৮ এস ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৭,৯৯৯ টাকা। আবার ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা। ইউনিভার্স ব্লু ও ইউনিভার্স পার্পেল কালারে ফোনটি পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের কার্ড হোল্ডারদের ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। ৩,০০০ টাকা থেকে নো কস্ট ইএমআই শুরু হবে। আবার পুরোনো ফোন বদলে ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।

Realme 8s 5G স্পেসিফিকেশন

রিয়েলমি ৮এস ৫জি ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) এলসিডি। এই ডিসপ্লে ৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ৯০.৫ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দেবে। ডিসপ্লের পাঞ্চ হোলের মধ্যে এফ/২.১ লেন্স সহ ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত।

রিয়েলমি ৮এস ৫জি ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ লেন্স সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল মনোক্রোম পোট্রেট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

Realme 8s 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও‌ ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি সহ পাওয়া যাবে। আবার এই ফোনে ৫ জিবি এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 8s 5G ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন