১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ট্রান্সপারেন্ট ডিসপ্লের নতুন ফোন আনছে Xiaomi

যতদিন যাচ্ছে তত স্মার্টফোনের ডিজাইন থেকে ফিচার উন্নত হচ্ছে। ইতিমধ্যেই আমরা স্মার্টফোনে বিভিন্ন ধরণের ডিজাইন যুক্ত ডিসপ্লে দেখেছি। এবার স্মার্টফোন নির্মাতা Xiaomi ও একটি নতুন ডিজাইনের ফোন আনছে। যাকে সহজভাষায় বললে ট্রান্সপারেন্ট ডিজাইনের ফোন বলা যায়। এই ফোনে র‌্যাপআরাউন্ড (চারদিকে) ডিসপ্লে থাকবে। আবার এই ফোনের পিছনে থাকবে একটি সিঙ্গেল ক্যামেরা, যেখানে ১০৮ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে।

সম্প্রতি শাওমির তরফে এই ফোনের পেটেন্ট সামনে আনা হয়েছে। এই পেটেন্ট অনলাইনে শেয়ার করেছে LetsGoDigital। ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের এআই সুপার ক্যামেরা দেওয়া হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া এতে থাকবে জুম ফিচার। শাওমি এই ডিজাইন পেটেন্ট করিয়েছে চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশন (CNIPA) এ।

ছবি -LetsGoDigital

আপনাকে জানিয়ে রাখি শাওমি এর আগে অল রাউন্ড ডিসপ্লে ফোন এনেছিল। এই ফোনের নাম Mi Mix Alpha। এই “surround screen” ফোনের চারিপাশে মোড়ানো, যা ফোনের পিছনে ক্যামেরা মডিউলে গিয়ে মিশেছে। এর অর্থ ফোনটির কোনো সাইডে বেজেল পাবেন না। 

এছাড়াও মি মিক্স আলফা ফোনে কোনো ভলিউম বাটন নেই। ফোনের পাশে চাপ-সংবেদনশীল ভার্চুয়াল বাটন দেওয়া হয়েছে। এছাড়াও স্ক্রিন অফ হয়ে গেলে বিভিন্ন স্ট্যাটাস আইকন যেমন, নেটওয়ার্ক সিগন্যাল, ব্যাটারি চার্জ লেভেল পাশে দেখা যাবে। আবার আপনি যদি মনে করেন যে এমন ডিসপ্লে থাকার কারণে ভুলে টাচ হতে পারে, তবে বলি শাওমি এর জন্য AI প্রযুক্তি ব্যবহার করেছে, যা এক্সিডেন্টাল টাচকে সনাক্ত করবে। যদিও এই ফোনটিকে কোম্পানি এখনও ব্যবসায়িকভাবে লঞ্চ করেনি।