মাত্র ১২৯৯৯ টাকা থেকে শুরু, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এই ৬ স্মার্টফোন কিনুন বাজেটের মধ্যে

স্মার্টফোন ক্রেতারা এখন ক্যামেরার উপর অধিক গুরুত্ব দেন। কারণ বর্তমান সময়ে ফোন থেকেই ছবি তোলা, ভিডিও করা কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করা হয়। তবে অনেকে মনে করেন ভালো ক্যামেরা ফোন মানেই তার দাম অনেক বেশি। যদিও সেই ধারণা এখন বদলে গেছে। আপনি ২৫ হাজার টাকার কম বাজেটেই ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন কিনতে পারবেন। এই প্রতিবেদনে আমরা এমন ধরনের কয়েকটি ফোনের বিষয়ে বলবো।
২৫ হাজার টাকার কমে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
Realme GT 5G ফোনর দাম ২১,৯৯৯ টাকা। এতে আছে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Tecno Phantom X2 5G মডেলটিও আপনি কিনতে পারেন। ফিচার হিসেবে এই ডিভাইসে আছে ৬৪ মেগাপিক্সেল OIS ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর দাম ২৩,৯৯৯ টাকা।
৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ অন্যতম সস্তা স্মার্টফোন Lava Blaze Curve 5G, যার দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।
Oppo F23 5G ফোনটিও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ এসেছে এবং এর দাম ২১,২৮০ টাকা। এতে আছে ৬.৭২ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট সুপারভুক চার্জিংয়ের সুবিধা।
সবচেয়ে কম দামে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন চাইলে Lava Bold 5G কিনতে পারেন। ১২,৯৯৯ টাকায় আসা এই ডিভাইসে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে।
আমাদের লিস্টের শেষ স্মার্টফোন হল Realme 11x 5G। এর দাম বর্তমানে ১৫,৪৪৬ টাকা। ফিচার হিসেবে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।