2023-এর সেরা স্মার্টফোন হওয়ার দাবিদার OnePlus 11 5G, কেমন ফিচার থাকবে

ওয়ানপ্লাস সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আসন্ন OnePlus 11 5G ফ্ল্যাগশিপ ফোনটি আগামী বছর ৭ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে৷ এটি হবে কোম্পানির ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে একটি এবং আশা করা হচ্ছে যে এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর-এর মতো হাই-এন্ড বৈশিষ্ট্যগুলির সাথে আসবে৷ তবে লঞ্চের আগে ইতিমধ্যেই কোম্পানির তরফে OnePlus 11 5G-এর একাধিক অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। চলুন তাহলে এই টিজারগুলি থেকে ওয়ানপ্লাসের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

OnePlus 11 5G ভারতে আসছে আগামী ফেব্রুয়ারি মাসে, অফিসিয়াল টিজারে প্রকাশিত একাধিক স্পেসিফিকেশন

কোম্পানি দ্বারা শেয়ার করা একটি টিজার নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস ১১ ৫জি একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে, যা আরও ভাল কালার গ্রেডিং এবং সামগ্রিক মানের জন্য হ্যাসেলব্লাড (Hasselblad) দ্বারা সাপোর্টেড। এই ফোনের রিয়ার ক্যামেরা সেটআপটি একটি বৃত্তাকার মডিউলের মধ্যে অবস্থিত, যা আগের সংস্করণের তুলনায় বেশি আকষর্ণীয় বলে মনে করা হচ্ছে।

কোম্পানির শেয়ার করা আরেকটি টিজার অনুসারে, ওয়ানপ্লাস ১১ একটি ক্লাসিক ব্ল্যাক কালার শেডের সাথে আসবে। তবে, এটি আরও কয়েকটি কালার অপশনে উপলব্ধ হবে বলে আশা করা যায়। এতে গ্লসি ফিনিশের সঙ্গে একটি গ্লাস ব্যাক দেখা যাবে। টিজারগুলির মধ্যে একটিতে আবার উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটিতে ম্যাট ফিনিশ থাকবে। সুতরাং, লঞ্চের সময় এই বিষয়ে স্পষ্টতা পাওয়া যাবে।

এছাড়াও, প্রিমিয়াম ফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে কারণ এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং ওয়ানপ্লাস বরাবর হাই-এন্ড চিপসেট অফার করার জন্য পরিচিত৷ টিজারগুলি আরও প্রকাশ করেছে যে, এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে একটি অ্যালার্ট স্লাইডারও থাকবে। অফিসিয়াল ইমেজ দেখা গেছে যে, কোম্পানির আইকনিক এই স্লাইডারটি স্মার্টফোনের ডানদিকে রয়েছে।

OnePlus 11 5G সম্ভবত কোম্পানির নতুন সফ্টওয়্যার নীতির আওতাভুক্ত হবে। ওয়ানপ্লাস সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের ২০২৩ সালের নির্বাচিত ফোনগুলি চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ পাবে। যেহেতু OnePlus 11 একটি ফ্ল্যাগশিপ ফোন, তাই এই হ্যান্ডসেটেও এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, এই হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এই প্যানেলটি সম্ভবত কোয়াড-এইচডি+ রেজোলিউশন অফার করবে। মসৃণ স্ক্রোলিং অভিজ্ঞতার জন্য এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য, OnePlus 11 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আইএমএক্স৫৮১ আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২x জুম সাপোর্ট সহ একটি ৩২ মেগাপিক্সেলের আইএমএক্স৭০৯ টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, আসন্ন OnePlus 11 5G ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এছাড়া, OnePlus 11 5G-এর দাম ভারতে OnePlus 10 Pro থেকে কম হবে বলে আশা করা হচ্ছে। প্রো সংস্করণটি এবছরের শুরুতে ৬৬,৯৯৯ টাকা দামে লঞ্চ হয়েছিল।