দিওয়ালির পরেই মেগা এন্ট্রি Realme 10 ও Realme 10 Pro+ 5G এর, থাকবে দুটি কালার অপশন

রিয়েলমি গত এপ্রিল মাসে তাদের Realme 9 সিরিজটি উন্মোচন করেছিল। আর বর্তমানে ব্র্যান্ডটি এর উত্তরসূরি Realme 10 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার তোড়জোড় শুরু করে দিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এই আপকামিং লাইনআপের ডিভাইসগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই সিরিজের অধীনে Realme 10 এবং Realme 10 Pro+ 5G মডেল দুটির ওপর থেকে পর্দা সরানো হতে পারে। পরবর্তীকালে Realme 10 সিরিজে অন্তর্ভুক্ত আরও কয়েকটি মডেলও বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে আসন্ন লঞ্চের আগে, একটি নতুন রিপোর্টের মাধ্যমে Realme 10 এবং Realme 10 Pro+ 5G-এর মেমরি কনফিগারেশন এবং রঙের বিকল্পগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ্যে এসেছে। চলুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Realme 10 সিরিজের কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

অ্যাপুয়ালস (Appuals) এবং টিপস্টার সুধাংশু আম্ভোরে যৌথভাবে রিয়েলমি ১০ এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি-এর কালার অপশনগুলির পাশাপাশি এগুলির র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করেছে। টিপস্টার জানিয়েছেন যে, রিয়েলমি ১০ ফোনটি ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক কালারে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলে শুধুমাত্র ৪ জিবি র‍্যাম থাকলেও, এটি ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনে বাজারে আসবে।

অন্যদিকে, রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি হাইপারস্পেস, ডার্ক ম্যাটার এবং নেবুলা ব্লু- এই তিনটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, এই একই রঙের বিকল্পগুলি পূর্বসূরি রিয়েলমি ৯ প্রো প্লাসের জন্যও উপলব্ধ রয়েছে। নয়া ১০ প্রো প্লাস ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

উল্লেখ্য, সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, Realme 10 মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল ক্যামেরা সিস্টেম থাকতে পারে। অন্যদিকে, উন্নত পারফরম্যান্সের জন্য Redmi 10 Pro+-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গেছে। আশা করা যায়, লঞ্চের দিন কাছাকাছি আসার সাথে সাথে রিয়েলমির পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।