Redmi Smart Band Pro ভারতে লঞ্চ হল, প্রথম সেলে পাবেন ৫০০ টাকা ছাড়

বুধবার একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Redmi Smart Band Pro স্মার্টব্যান্ড। চীন ছাড়া বিশ্বের কয়েকটি বাজারে আগেই লঞ্চ হয়েছে এই নতুন ওয়্যারেবলটি। ১.৪৭ ইঞ্চি ফুল অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা স্মার্টব্যান্ডটিতে রয়েছে অলওয়েজ অন সাপোর্ট ফিচার। সমুদ্রের নোনা জল থেকে সুরক্ষা দিতে এটি ৫ এটিএম রেটিং সহ এসেছে। এছাড়াও এতে পাওয়া যাবে একাধিক হেলথ মোড এবং ফিটনেস ট্র্যাকার। চলুন দেখে নেওয়া যাক Redmi Smart Band Pro -এর দাম, ও সম্পূর্ন ফিচার।

Redmi Smart Band Pro -এর দাম ও লভ্যতা

ভারতে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো -এর দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। যদিও লঞ্চ অফারে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে mi.com, mi home, অ্যামাজন ইন্ডিয়া এবং অথরাইজ রিটেল স্টোরের মাধ্যমে ৩,৪৯৯ টাকায় কিনতে পাওয়া যাবে স্মার্টব্যান্ডটি। তবে এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

Redmi Smart Band Pro -এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রথমেই আসা যাক রেডমি স্মার্ট ব্যান্ড প্রো স্মার্টব্যান্ডটির ডিজাইন প্রসঙ্গে। এতে দেওয়া হয়েছে ১.৪৭ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ফুল অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লের চারধারে উপস্থিত স্লিম বেজেল। এই ডিসপ্লেটির রেজোলিউশন ১৯৪x৩৬৮ পিক্সেল। পাশাপাশি এটি ৪৫০ নিট উজ্জলতা দেবে এবং ১০০% এনটিএসসি কালার গ্যামুট সাপোর্ট করবে। ঘড়িটির ওজন মাত্র ১৫ গ্রাম।

শুধু তাই নয়, রেডমি স্মার্ট ব্যান্ড প্রো-এ পাওয়া যাবে ৫০টিরও বেশী ব্যান্ড ফেস, যার মধ্যে থেকে ব্যবহারকারী তার পছন্দের ব্যান্ড ফেস বেছে নিতে পারবেন। এছাড়া এতে ১১০টির ও বেশী স্পোর্টস মোড উপলব্ধ, যার মধ্যে আউটডোর রানিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটি, ট্রেইল, যোগাও থাকবে। এমনকি ঘড়িটির মাধ্যমে ব্যবহারকারী ক্যালরি বার্ন, হার্ট রেট চেঞ্জ, ওয়াকআউট সময়সীমা ট্র্যাক করার সুবিধা পাবেন।

অন্যদিকে, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে ব্যান্ডটিতে রয়েছে ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর, SpO2 ট্র্যাকার, স্লিপ কোয়ালিটি ট্র্যাকার ইত্যাদি। ব্যবহারকারী তার স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি এই ব্যান্ড থেকেও দেখতে পাবেন, আবার চাইলে শাওমি ওয়্যার অ্যাপের মাধ্যমে ভবিষ্যতের জন্য মজুত রাখতে পারবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Smart Band Pro -এ দেওয়া হয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি, যা ম্যাগনেটিক চার্জার সাপোর্ট করবে এবং ব্যান্ডটিকে ১৪ দিন সক্রিয় রাখতে সক্ষম। উপরন্তু, পাওয়ার সেভিং মোডে এটি ২০ দিন পর্যন্ত একটানা ব্যবহারযোগ্য। পরিশেষে জানিয়ে রাখি শাওমির নতুন এই ওয়্যারেবলটি ৫এটিএম রেটিংসহ এসেছে, ফলে বাড়িতে স্নানের সময় কিংবা অগভীর সমুদ্রের নোনা জলে পরলেও এটি ক্ষতিগ্রস্ত হবে না।