লং লাস্টিং ব্যাটারির সাথে আসছে Realme 10 Pro+, লঞ্চের আগে ব্যাটারি ক্যাপাসিটি জানাল রিয়েলমি

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Realme 10 5G। আর আগামী ১৭ই নভেম্বর এই একই সিরিজের অপর দুটি মডেল Realme 10 Pro এবং Realme 10 Pro+ -কেও উন্মোচন করা হবে। তবে প্রাক-প্রচারকার্যের অংশ হিসাবে আনুষ্ঠানিক লঞ্চের ঠিক ৩দিন আগেই উক্ত টেক ব্র্যান্ডটি স্বয়ং আপকামিং Pro+ মডেলটির কয়েকটি কি-ফিচার নিশ্চিত করেছে। সংস্থা দ্বারা প্রকাশিত একটি নতুন টিজার পোস্টারে ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি উল্লেখ আছে। যদিও এই ফোনের ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কিত কোনো তথ্য এখনো শেয়ার করা হয়নি। তবে পোস্টারে এই নিশ্চিতবার্তা দেওয়া হয়েছে যে, বড় ব্যাটারি থাকা সত্ত্বেও Realme 10 Pro+ স্মার্টফোন ওজনে খুব হালকা অর্থাৎ মাত্র ১৭৩ গ্রাম হবে।

Realme 10 Pro+ স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি নিশ্চিত করলো সংস্থা

রিয়েলমির নতুন টিজার পোস্টার অনুসারে, আসন্ন রিয়েলমি ১০ প্রো+ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। তবে ব্যাটারির আকার প্রকাশ্যে আনা হলেও, চার্জিং ক্যাপাসিটি সম্পর্কিত কোনো তথ্য এখনও রিয়েলমি নিশ্চিত করেনি। যদিও একটি লেটেস্ট লিকে দাবি করা হয়েছে যে, এই রিয়েলমি মডেল ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং অফার করতে পারে। প্রসঙ্গত, এই ডিভাইসটিকে সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কিং সাইটে ৫২৯,৪২০ স্কোর রেকর্ড করতে দেখা গেছে।

পূর্বে প্রকাশিত একাধিক রিপোর্টে আলোচ্য মডেলের ফিচার প্রসঙ্গে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছিল। যেমন – Realme 10 Pro+ ফোনে একটি ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED কার্ভড এজ ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীয়ভাবে অবস্থিত) স্টাইল হবে এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০-বিট কালার সমর্থন করবে। নিরাপত্তার জন্য এই ডিভাইসটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি ১০ সিরিজের এই আসন্ন হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করা হবে। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিন পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, রিয়েলমি ১০ প্রো+ স্মার্টফোনের ডিসপ্লের উপরিভাগে একটি ১৬-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। আর ডিভাইসটির পিছনের উপস্থিত থাকবে ট্রিপল ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি – ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো/ডেপথ সেন্সর হতে পারে।

এছাড়া, আলোচ্য স্মার্টফোনটিকে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে হোম মার্কেটে রিয়েলমি ১০ প্রো+ ১,৬৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১৯,২০০ টাকা) প্রারম্ভিক মূল্যের সাথে বাজারজাত হতে পারে।