নজরকাড়া লুকের সাথে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, লঞ্চের আগেই Realme 10 Pro ফোনের সমস্ত ফিচার ফাঁস

সম্প্রতি Realme 10, Realme 10 Pro+ মডেল কে চায়না টেলিকম ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এখান থেকে ফোন দুটির ডিজাইন সহ প্রায় সমস্ত স্পেসিফিকেশন সামনে এসেছিল। এখন‌ আবার Realme 10 Pro কে এই টেলিকম সাইটে খুঁজে পাওয়া গেল। এই সাইট থেকে ফোনটির ফিচার, মেমোরি ভ্যারিয়েন্ট জানা গেছে। পাশাপাশি এর ছবিও প্রকাশ্যে এসেছে।

চায়না টেলিকম ওয়েবসাইট অনুযায়ী, Realme 10 Pro তিনটি কালার অপশনে আসবে, যার মধ্যে থাকবে ব্ল্যাক ও ব্লু কালার অপশন। আর এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

আর স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি ১০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে। এটি ফ্লাট ফ্রেম ডিজাইন সহ আসবে। আর ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনটির ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন এবং বাম দিকে সিম ট্রে দেখা যাবে।

রিয়েলমি ১০ প্রো এর পিছনে দুটি গোলাকার কাট আউট দেওয়া হবে। যার মধ্যে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। এর সাথে থাকবে এলইডি ফ্ল্যাশ। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি‌। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ আসবে। এর‌ ওজন হবে ১৯০ গ্রাম।

এর আগে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল যে, Realme 10 Pro ফোনে‌ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হবে। আগামী ১৭ নভেম্বর ফোনটি চীনে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।