তাক লাগানো ফিচার সহ লঞ্চ হল Poco Watch স্মার্টওয়াচ, Poco Buds Pro Genshin Impact Editions ইয়ারবাড

আজ অর্থাৎ ২৭শে এপ্রিল গ্লোবাল মার্কেটে পা রাখলো জনপ্রিয় টেক ব্র্যান্ড Poco এর ‘ফাস্ট-এভার’ স্মার্টওয়াচ Poco Watch। ওয়্যারেবলটির পাশাপাশি Poco Buds Pro Genshin Impact Edition নামের একটি নতুন ‘ট্রু ওয়্যারলেস স্টেরিও’ বা TWS ইয়ারবাডও লঞ্চের মুখ দেখেছে। Poco Watch -এ, SpO2 মনিটরিং, স্লীপ ট্রেকিং সহ একাধিক হেলথ ফিচার, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, অলওয়েজ অন ডিসপ্লে এবং নানাবিধ ওয়াচ ফেস বিদ্যমান। আর এটি 5ATM ওয়াটার-রেজিস্ট্যান্স রেটিং এবং ১৪ দিনের ব্যাটারি লাইফ সহ এসেছে। অন্যদিকে, অনন্য ডিজাইনের সাথে আসা নয়া Poco ইয়ারবাডে – ANC টেকনোলজি, ট্রান্সপারেন্সি মোড এবং ব্লুটুথ ভি৫.২ কানেকশন বিদ্যমান। সর্বোপরি, ডিভাইসটি একক চার্জে ২৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে বলে সংস্থাটি দাবি করেছে। চলুন এবার Poco Watch এবং Poco Buds Pro Genshin Impact Edition এর দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক…

Poco Watch, Poco Buds Pro Genshin Impact Edition এর দাম

পোকো ওয়াচকে ৭৯ ইউরো বা ভারতীয় মূল্যে প্রায় ৬,৪০০ টাকায় লঞ্চ করা হয়েছে। এটিকে ব্ল্যাক, ব্লু এবং আইভরি কালারে পাওয়া যাবে। অন্যদিকে পোকো বাডস প্রো জেনশিন ইমপ্যাক্ট এডিশনের দাম রাখা হয়েছে ৬৯ ইউরো বা প্রায় ৫,৬০০ টাকা।

পোকো ওয়াচ এবং পোকো বাডস প্রো জেনশিন ইমপ্যাক্ট এডিশন উভয় গ্যাজেটকেই, ইউরোপে আগামীকাল অর্থাৎ ২৮শে এপ্রিল থেকে এলিএক্সপ্রেস (Aliexpress) সহ বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে বিক্রি করা হবে৷ তবে, ভারত তথা অন্যান্য মার্কেটে ডিভাইস দুটিকে কতদিনে লঞ্চ করা হবে, সেই বিশদ এখনও প্রকাশ করা হয়নি৷

Poco Watch এর স্পেসিফিকেশন

পোকো ওয়াচ স্মার্টওয়াচে ২.৫ডি (2.5D) কার্ভড গ্লাস প্রটেকশন সহ একটি ১.৬ ইঞ্চির (৩২০x৩৬০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা ৩০১পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। পোকো সংস্থার এই ‘ফাস্ট-এভার’ স্মার্টওয়াচে একাধিক ওয়াচ ফেস প্রিলোড থাকছে। আবার, ইউজাররা তাদের পছন্দের ফটোর সাথেও কাস্টমাইজ ওয়াচ ফেস সেট করার বিকল্প পেয়ে যাবেন৷ তদুপরি, এই স্মার্টওয়াচটি অলওয়েজ-অন ওয়াচ ফেস সমর্থন করে, যার মাধ্যমে ডিসপ্লে স্ক্রিন অ্যাক্টিভ না করেই ইউজাররা তারিখ এবং সময় সহ অন্যান্য তথ্য দেখে নিতে পারবেন।

হেলথ ফিচারের কথা বললে, Poco Watch -এ অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং একটি অপটিক্যাল হার্ট রেট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ এই সেন্সরগুলির সাহায্যে ইউজারের ফিটনেস লেভেল এবং অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। এছাড়া, পোকোর দাবি অনুসারে, এই ওয়্যারেবলটি ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল (SpO2) এবং হার্ট রেট পরিমাপ করতেও সক্ষম। যদিও, উল্লেখিত হেলথ ফিচারগুলি থাকা সত্ত্বেও ডিভাইসটি কোনো মেডিকেল সার্টিফিকেশন পায়নি। তাই, অন্যান্য স্মার্টওয়াচের ন্যায় এটিকেও একটি হেলথ-শেয়ার ইকিউপমেন্ট বা সরঞ্জাম হিসাবে ব্যবহার করা যাবে না। তবে প্রাথমিক স্বাস্থ্য পর্যবেক্ষক হিসাবে উক্ত ওয়াচটি ইউজারদের কাজে আসতে পারে।

যাইহোক, Poco Watch একটি GNSS চিপের সাথে সজ্জিত হয়ে এসেছে, যা নির্ভুল অবস্থানের তথ্য প্রদান করতে স্বতন্ত্র জিপিএস (GPS) ট্র্যাকিং অফার করে। এই ডিভাইসটি ইউজারের স্লীপ প্যাটার্ন বা ধরণ ট্র্যাক করে, যাতে প্রত্যহ কোন সময়ে ঘুম গভীর এবং হালকা হয় তা রেকর্ড করার মাধ্যমে গ্রাফ রিপোর্ট প্রদান করতে পারে। এছাড়া, স্ট্রেস মনিটরিং, শ্বাস-প্রশ্বাসের প্রশিক্ষণ এবং মহিলা স্বাস্থ্য সংক্রান্ত ফিটনেস-ফোকাসড ফিচারও উপস্থিত থাকছে এই স্মার্টওয়াচে।

তদুপরি, ফাস্ট কানেক্টিভিটির পোকো ওয়াচে ব্লুটুথ ভি৫.০ (ব্লুটুথ লো এনার্জি) পাওয়া যাবে। এটি কমপক্ষে অ্যান্ড্রয়েড ৬.০ বা আইওএস ১০.০ ওএস সমন্বিত ডিভাইসগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ওয়্যারেবলটি 5ATM ওয়াটার-রেসিস্ট্যান্স রেটিং সহ এসেছে। যার অর্থ, ওয়াচটি সুইমিং পুলে বা কম জলে সাঁতার কাটার সময় পরিধান করা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco Watch -এ ২২৫এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। স্মার্টওয়াচটির পরিমাপ ৩৯.১x৩৪.৪x৯.৯৮ মিমি এবং ওজন ৩১ গ্রাম।

Poco Buds Pro Genshin Impact Edition এর স্পেসিফিকেশন

পোকো বাডস জেনশিন ইমপ্যাক্ট এডিশন ইয়ারবাডকে রোল-প্লেয়িং গেম (RPG) জেনশিন ইমপ্যাক্টের সাথে অংশীদারিত্ব করে ডিজাইন করা হয়েছে। যার দরুন এই নয়া অডিও প্রোডাক্টটি একটি অনন্য ডিজাইনের সাথে এসেছে, যেখানে ডিভাইসের চার্জিং কেস এবং বাড দুটিতে লাল রঙ এবং সোনালী কারুকার্য দেখা যাবে। আর, এই ইয়ারবাডে, জেনশিন ইমপ্যাক্ট গেমের অন্যতম চরিত্র ‘ক্লি’ -এর কণ্ঠ সমন্বিত নোটিফিকেশন টোন শোনা যাবে৷ এছাড়া, মোবাইল গেমারদের জন্য ইয়ারবাডটি একটি ক্লি ব্যাকপ্যাক ক্যারিং কেসের সাথে এসেছে।

Poco Buds Pro Genshin Impact Edition অডিও ডিভাইসে ৯মিমি কম্পোজিট ডাইনামিক ড্রাইভার দেওয়া হয়েছে, যা ৩২ ওহম ইমপেডেন্স অফার করবে। এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) টেকনোলজি সমর্থন করে, যা ৩৫ ডেসিবেল পর্যন্ত বাহ্যিক নয়েজ কমাতে সাহায্য করে, বলে দাবি করা হয়েছে। আবার, মিউজিক ট্র্যাক শোনাকালীন পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত থাকার জন্য ইয়ারবাডে ট্রান্সপারেন্সি মোডও বিদ্যমান থাকছে। একই ভাবে ডিভাইসটি পরিধান করা অবস্থায় চারপাশের মানুষদের সাথে ভালো ভাবে কথোপকথন চালিয়ে যাওয়ার জন্য এতে ভয়েস এনহ্যান্সমেন্ট মোড দেওয়া হয়েছে, বলে জানিয়েছে পোকো।

তদুপরি, অন্যান্য ‘ট্রু ওয়্যারলেস স্টেরিও’ বা TWS ইয়ারবাডের মতো, নবাগত Poco Buds Genshin Impact Edition -এও টাচ কন্ট্রোল প্যানেল আছে। ফাস্ট কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ভি৫.২ পাওয়া যাবে। সর্বোপরি একই সাথে দুটি ভিন্ন অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের সাথে ইয়ারবাড সংযোগ করে ব্যবহার করা যাবে বলেও জানা গেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, পোকো আনীত এই নয়া অডিও ডিভাইসের প্রতিটি বাডে স্বতন্ত্রভাবে ৩৫এমএএইচ এবং চার্জিং কেসে ৪৭০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এক্ষেত্রে, ইয়ারবাডগুলি একক চার্জে ৬ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেসটি ২৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। জানিয়ে রাখি, ওয়্যারড চার্জিংয়ের জন্য জন্য বান্ডেল কেসটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এবং ওয়্যারলেস চার্জিংয়ের জন্য এটি কিউআই (Qi) স্ট্যান্ডার্ড সমর্থন করে। এই ডিভাইসটি ফাস্ট চার্জিং টেকনোলজিও সমর্থন করে, যা ১০ মিনিটের স্বল্প চার্জে ৩ ঘন্টার প্লেব্যাক টাইম দেবে, বলে সংস্থাটি দাবি করেছে। Poco Buds Pro Genshin Impact Edition, IPX4 স্প্ল্যাশ-রেসিস্ট্যান্স রেটিং সহ এসেছে। ইয়ারবাডটির চার্জিং কেসের পরিমাপ ৬৫x৪৮x২৬ মিমি এবং ওজন ৫৫ গ্রাম। আর, বাড দুটির স্বতন্ত্র পরিমাপ ২৫.৪x২০.৩x২১.৩ মিমি এবং ওজন ৪.৯ গ্রাম।