Realme 10 ফুল চার্জে চলবে দীর্ঘক্ষণ, আসছে ৫০০০ mAh ব্যাটারির সাথে

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি তাদের পরবর্তী প্রজন্মের Realme 10 সিরিজটি আগামী বছর বাজারে লঞ্চ করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে। সম্প্রতি এই সিরিজের রেগুলার মডেলটিকে ভারতের বিআইএস (BIS), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), ইইসি (EEC) এবং ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন-এর মতো বেশ কয়েকটি প্রধান সার্টিফিকেশন ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে। যদিও, এই সার্টিফিকেশন প্ল্যাটফর্মের তালিকাগুলি ফোনটির বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেনি। তবে, এনবিটিসি তালিকাটি এর বাণিজ্যিক নামটি নিশ্চিত করেছে। আর এবার, Realme 10 আইইসিইই (IECEE) সার্টিফিকেশন ডেটাবেসেও উপস্থিত হয়েছে, যা ব্যাটারির ক্ষমতাটি প্রকাশ করেছে।

Realme 10 পেল IECEE-এর অনুমোদন

RMX3630 মডেল নম্বর সহ রিয়েলমি ১০ ফোনটি আইইসিইই (IECEE) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। সিবি টেস্ট সার্টিফিকেশনের এই নতুন তালিকাটি নয়া হ্যান্ডসেটটির ব্যাটারি ক্ষমতা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, ডিভাইসটি বড় ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। অর্থাৎ, রিয়েলমি ১০-এর ব্যাটারির রেটেড ভ্যালু হবে ৪,৮৮০ এমএএইচ, তবে এটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি হিসেবে বাজারজাত করা হতে পারে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে একই মডেল নম্বর যুক্ত রিয়েলমি ডিভাইসটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) এবং ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। তবে, এই সার্টিফিকেশনগুলি Realme 10 সম্পর্কিত কোনও সূক্ষ্ম বিবরণ প্রকাশ করেনি।

উল্লেখ্য, ব্যাটারি ক্যাপাসিটি ছাড়া আইইসিইই ডেটাবেস থেকে Relame 10 সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি। যদিও, এটি বাজারে আসতে এখনও কয়েকমাস বাকি রয়েছে, তবে শীঘ্রই ফোনটির সম্পর্কে আরও বিশদ বিবরণ প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।