EV in Delhi: সিএনজি, হাইব্রিডের থেকেও বেশি বিক্রি বৈদ্যুতিক গাড়ির, ভারতে গাড়ি শিল্পে বিপ্লব আসছে?

সমগ্র বিশ্বের দেশগুলির পাশাপাশি এ দেশেও যে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমশই বেড়ে চলেছে তা আরো একবার প্রত্যক্ষ করা গেল। এবার দেশের রাজধানীতে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধির চিত্র সামনে এল। এবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে ইলেকট্রিক কার নথিভুক্তকরণের সংখ্যা সিএনজি এবং হাইব্রিড জ্বালানি নির্ভর গাড়িকেও ছাপিয়ে গেছে। পরিবেশবিদদের কাছে যা অবশ্যই একটি খুশির খবর।

দিল্লির পরিবহণ দপ্তরের রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে রেজিস্টার্ড হওয়া মোট গাড়ির ৭% হল ইলেকট্রিক ভেহিকেল। অন্যদিকে সিএনজি জ্বালানি নির্ভর গাড়ির এই শতকরা হারটি ৬%। রিপোর্টে দেখা গেছে, উক্ত সময়ে দিল্লিতে ১.৫ লক্ষেরও অধিক সংখ্যক গাড়ি রেজিস্টার্ড হয়েছে, যার মধ্যে ৭,৮৬৯টি বৈদ্যুতিক কার, ৬,৮৫৭টি সিএনজি, ৭,২৫৭টি সিএনজি-পেট্রল এবং ৯৩,০৯১টি প্রচলিত জ্বালানি চালিত যানবাহন।

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের পরিবহণ মন্ত্রী কৈলাস গহলট (Kailash Gahlot) বলেছেন, তাদের দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে দিল্লিকে দেশের বৈদ্যুতিক (EV) রাজধানী বানাতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যোগ করেছেন, “আমরা লক্ষ্য করেছি দিল্লিতে ইলেকট্রিক ভেহিকেল পলিসিটি সফল হয়েছে, তার জেরে রাজ্যে বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।” একই সাথে তিনি জানিয়েছেন, দিল্লি সরকার পরিকল্পনা করেছে যে ই-অটোরিকশা এবং ই-বাসের প্রচার চালাবে, যাতে পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে পরিচ্ছন্ন শহর বানানো যায়।

উল্লেখ্য, গত বছর আগস্টে দিল্লিতে ইলেকট্রিক ভেহিকেল পলিসি আনা হয়েছিল। তখন থেকে ক্রমশ বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধি পেতে পেতে আজ তার শতকরা হার ৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। যার মধ্যে অধিক সংখ্যকই হচ্ছে বৈদ্যুতিক তিন চাকার অটোরিকশা এবং টু-হুইলার। উক্ত সরকারি রিপোর্টে দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সে রাজ্যে প্রায় ২৩,০০০ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। যার মধ্যে ৫,২৪৬টি হল টু হুইলার এবং ১০,৯৯৭টি ই-রিকশা। পাশাপাশি সেখানে ইলেকট্রিক কার এবং বাসের সংখ্যাও বাড়ছে বলে একজন প্রাক্তন সরকারি আধিকারিক জানিয়েছেন।