Realme 10 দেবে দমদার পারফরম্যান্স, আসছে ৮ জিবি র‌্যাম ও হেলিও জি৯৯ প্রসেসরের সাথে

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রিয়েলমি (Realme) সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা আগামী বছর ভারতে নতুন Realme 10 সিরিজটি লঞ্চ করবে। এই লাইনআপের অধীনে একগুচ্ছ ডিভাইস বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়। তবে এখন আনুষ্ঠানিকভাবে লঞ্চের কয়েকমাস আগেই, স্ট্যান্ডার্ড Realme 10 মডেলটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে MediaTek Helio 699 চিপসেট এবং ৮ জিবি র‍্যাম সহ খুঁজে পাওয়া গেছে। চলুন গিকবেঞ্চ তালিকা থেকে আসন্ন Realme 10-এর পারফরম্যান্স এবং বেঞ্চমার্ক স্কোর সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme 10-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

মাইস্মার্টপ্রাইস-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, RMX3630 মডেল নম্বর সহ একটি নতুন রিয়েলমি হ্যান্ডসেট গিকবেঞ্চ ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। আর পূর্ববর্তী কিছু রিপোর্ট থেকে ইতিমধ্যেই জানা গেছে যে, এই মডেল নম্বরটি আসন্ন রিয়েলমি ১০-এর সাথে যুক্ত। গিকবেঞ্চ তালিকাটি নিশ্চিত করে যে, ডিভাইসটি একটি এন্ট্রি-লেভেল মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৫৭ জিপিইউ এবং ৮ জিবি র‍্যাম যুক্ত থাকবে।

Realme 10

এছাড়া, এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও তালিকায় উল্লেখ করা হয়েছে। তবে, যেহেতু ডিভাইসটি আগামী বছর আত্মপ্রকাশ করবে, তাই এটি লঞ্চের পরেই অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পাবে বলে আশা করা যায়। তবে, যদি রিয়েলমি এই ফোনটিকে অ্যান্ড্রয়েড ১৩-এর সাথেই লঞ্চ করে, তাহলে তা আরও যথাযথ হবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, রিয়েলমি ১০ গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ৪৮৩ পয়েন্ট এবং মাল্টি-কোর স্কোর ১,৬৬৮ পয়েন্ট অর্জন করেছে।

জানিয়ে রাখি, Realme 10 ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) এবং ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন-এর মতো একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে। আবার, হ্যান্ডসেটটিকে সম্প্রতি আইইসিইই (IECEE) ডেটাবেসেও দেখা গেছে, যা এর ব্যাটারির ক্ষমতা প্রকাশ করেছে। তালিকা অনুসারে, Realme 10-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, রিয়েলমির এই পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। প্রসেসরের বিচারে, এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে বাজারে আসবে, যার দাম হতে পারে প্রায় ১৫০ ডলার (আনুমানিক ১২,০০০ টাকা)৷ খুব শীঘ্রই Realme 10 সম্পর্কে আরও তথ্য অনলাইন প্রকাশিত হবে বলে আশা করা যায়।