মার্চের শেষে লঞ্চ হবে Mi 11 Ultra বা Mi 11 Pro? জল্পনা বাড়ালো সার্টিফিকেশন সাইট

গত বছরের একেবারে শেষ লগ্নে শাওমি (Xiaomi) চীনে Mi 11 ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছিল। যদিও এই সিরিজের আরও কয়েকটি ফোন শীঘ্রই লঞ্চ হবে। এরমধ্যে Mi 11 Ultra বলে হাই-ইন্ড স্পেসিফিকেশনের একটি হ্যান্ডসেট থাকবে বলে জল্পনা চললেও, শাওমি অফিসিয়াল ভাবে এই বিষয়ে কিছু জানায় নি। রিপোর্ট অনুযায়ী, Mi 11 Ultra-র মডেল নম্বর হল M2012K1G। এই একই মডেল নম্বর সহ শাওমির একটি ডিভাইস ইউরোপের EEC, ভারতের BIS, এবং ইন্দোনেশিয়া টেলিকমের সার্টিফিকেশন পেয়েছিল। এবার M2102K1C মডেল নম্বরের সাথে এই ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্ট TENAA অথোরিটির ছাড়পত্র লাভ করেছে। ফলে বহুচর্চিত Mi 11 Ultra লঞ্চের একেবারে দৌরগোড়ায় দাঁড়িয়ে বলে ধরে নেওয়া যায়। এই ফোনটির পাশাপাশি TENAA-তে M2102K1AC মডেল নম্বরের আরেকটি একটি ফোন স্পট করা হয়েছে৷ যেটি Mi 11 Pro হতে পারে বলে মনে করা হচ্ছে।

M2102K1C বা M2102K1AC দুটি স্মার্টফোনেরই ছবি বা স্পেসিফিকেশন TENAA-র লিস্টিংয়ে পাওয়া যায় নি। সার্টিফিকেশন সাইট থেকে শুধু এটাই জানা গেছে যে, ফোনদুটি 5G কানেক্টিভিটির সাথে আসছে। অনুমান করা হচ্ছে ফোনগুলি কে শীঘ্রই চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা যাবে। সেক্ষেত্রে Mi 11 Ultra বা Mi 11 Pro মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে লঞ্চ হলেও হতে পারে।

Xiaomi Mi Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারদের দাবি অনুযায়ী, এমআই ১১ আল্ট্রা-তে WQHD+ রেজোলিউশনের হোল-পাঞ্চ ডিজাইন যুক্ত কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে থাকব। এটি ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে। কোনো আঘাত থেকে ফোনকে সুরক্ষিত করতে এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন থাকবে। তাছাড়া, ফোনটি IP68 রেটিংযুক্ত হবে। এমআই ১১ আল্ট্রা স্মার্টফোনটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। আবার এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধার থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Mi 11 Ultra-তে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স। স্মার্টফোনটির ক্যামেরা ১২০এক্স জুম সাপোর্ট করবে। আবার ফোনের রিয়ার ক্যামেরা মডিউলের পাশে থাকবে ছোট্ট সেকেন্ডারি স্ক্রিন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন