রিয়েলমিকে আটকায় কে? ঘনঘন লঞ্চে, এবার বাজারে আসছে Realme 10s, ফিচার দেখুন

গত মাসে রিয়েলমি একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে – Realme 10 5G, Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G। প্রথমে চীন এবং তারপর বিশ্ববাজারেও পা রেখেছে এগুলি। এবার রিয়েলমি এই সিরিজে আরও একটি নতুন মডেল যুক্ত করতে চলেছে। আপকামিং হ্যান্ডসেটটি আগামীকাল (১৬ ডিসেম্বর) Realme 10s নামে চীনে আত্মপ্রকাশ করবে। ব্র্যান্ড নিশ্চিত করেছে যে, এই নয়া মডেলটি উন্নত ব্যাটারি লাইফ অফার করবে। এছাড়া, এটি ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে বলেও জানা গেছে। আর এখন, লঞ্চের মাত্র একদিন আগে Realme 10s-কে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে, যার তালিকাটি ফোনটির প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Realme 10s কে দেখা গেল TENAA-এর ডেটাবেসে

RMX3617 মডেল নম্বর সহ রিয়েলমি ১০এস ফোনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকা অনুযায়ী, এই নতুন রিয়েলমি হ্যান্ডসেটটি ২,৪০৮ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+রেজোলিউশন সহ ৬.৫৮ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লেটি উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। রিয়েলমি ১০এস একটি অজানা অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। তালিকায় এর অ্যান্ড্রয়েড সংস্করণ সম্পর্কে কোনও তথ্য নেই। তবে, জানা গেছে যে এটি ৬ জিবি/৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে বাজারে আসবে।

ফটোগ্রাফির জন্য, Realme 10s-এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। সিস্টেমটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ডেপ্থ বা ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

এছাড়াও, Realme 10s অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি Realme RMX3617 মডেলটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ দ্বারাও প্রত্যয়িত হয়েছে এবং এর তালিকা থেকে জানা গেছে যে, ফোনটি একটি ৫জি-সক্ষম হ্যান্ডসেট হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, টেনা তালিকাটি প্রকাশ করেছে যে, Realme 10s-এর পরিমাপ ১৬৪.৪×৭৫.১×৮.১ মিলিমিটার হবে এবং ওজন হবে প্রায় ১৯১ গ্রাম।