Realme ফোনে এল সবচেয়ে বড় Realme UI 4.0 আপডেট, ডেটা চুরির আশঙ্কা বন্ধ করে দিল কোম্পানি

এই আপডেটের ফলে ব্যবহারকারীরা ইনহ্যান্সড ইন্টেলিজেন্স সার্ভিস অপশনটি ডিফল্ট রুপে অ্যাকটিভ আছে কিনা সেটি পরীক্ষা করতে পারবেন

Realme তাদের প্রায় সমস্ত ফোনের জন্য তড়িঘড়ি Realme UI 4.0 আপডেট নিয়ে এল। এই আপডেট ডিভাইসে ডিফল্ট রূপে থাকা “Enhanced Intelligent Services” ফিচারটি ডিজেবল করে দেবে। রিয়েলমি তাদের ব্যবহারকারীদের ডিভাইসের তথ্য, ক্যালেন্ডার ইভেন্ট, আন রিড মেসেজ, মিসড কল, অ্যাপ ইউজেস স্ট্যাটিসটিকস ও লোকেশনের মত গুরুত্বপূর্ণ ডেটা গুলি অ্যাক্সেস করার কারণে এই ফিচারটি এতদিন সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল। যদিও পরে চীনা কোম্পানিটি জানায় যে, “Enhanced Intelligent Services” ফিচারটি কেবল ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সাহায্য করতো, এর মাধ্যমে ব্যবহারকারীর কোনো ডেটা নেওয়া হতো না। তবুও ব্যবহারকারীদের সংশয় দূর করার জন্য কোম্পানি Realme UI 4.0 আপডেট নিয়ে হাজির হল

Realme UI 4.0 আপডেটের ফলে ব্যবহারকারীরা কি কি নতুন সুবিধা পাবে

রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন হল যথাক্রমে RMX3771_13.1.0.524 (EX01) ও RMX3741_13.1.0.524 (EX01)। এছাড়া Realme 9i সহ অন্যান্য ফোনেও আজ আপডেট এসেছে।

Realme UI 4.0 Update Enhanced Intelligent Services

এই আপডেটের ফলে ব্যবহারকারীরা ইনহ্যান্সড ইন্টেলিজেন্স সার্ভিস অপশনটি ডিফল্ট রুপে অ্যাকটিভ আছে কিনা সেটি পরীক্ষা করতে পারবেন। আর এটি চেক করার জন্য প্রথমে যেতে হবে ‘সেটিংস’ অপশনে, তারপরে ‘অ্যাডিশনাল সেটিংস’ বিভাগে। সেখানে গিয়ে ‘সিস্টেম সার্ভিস’-এ ট্যাপ করলেই অপশনটি দেখা যাবে। আর আপনি যদি আপনার ফোনটিকে আপডেট করেন তাহলে এই ফিচারটি সম্পূর্ণরূপে ডিজেবল হয়ে যাবে।

“Enhanced Intelligent Services” কি?

রিয়েলমি ফোনের এই ফিচারটি ব্যবহারকারীদের ডিভাইসের কার্যকারিতাকে তাদের ব্যবহারের ধরণ অনুযায়ী অপটিমাইজ করে ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তোলে। তাছাড়া, ফোনের চার্জিং অপটিমাইজেশন ফিচারের মাঝে মাঝে ডিভাইস লোকেশন এবং অ্যাপ ইউজেস স্ট্যাটিসটিকস জানা প্রয়োজন হয়, আবার ফোন ওয়ালপেপার ফিচারের কখনো কখনো আনরিড মেসেজ, মিসড কল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা দরকার হয়। আর তখন এই কাজে ইনহান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস ফিচারটি সাহায্য করে। যদিও ব্যবহারকারীরা চাইলে এই ফিচারটি সেটিংস-এ গিয়ে বন্ধও করে দিতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, অনেকেই চীনা সংস্থার হঠাৎ এই ফিচারটি নিষ্ক্রিয় করে দেবার পিছনে সরকারের হস্তক্ষেপ আছে বলে মনে করছেন। কারণ, কিছুদিন আগেই একজন টুইটার ব্যবহারকারী প্রথম এই ফিচার সম্পর্কে একটি টুইট করেন। আর তারপর কেন্দ্রীয় মন্ত্রী রাজিব চন্দ্রশেখর পুনরায় একটি টুইট করে জানান, সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

এরপর, Realme ব্যক্তিগত ডেটা সংরক্ষণের অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বলে যে, এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিসের অধীনে ডেটা এনক্রিপ্ট করা হয়েছে এবং ব্যবহারকারীর ডিভাইসের মধ্যেই এনক্রিপ্ট করা হার্ডওয়্যারে সংরক্ষণ করা হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, তারা ব্যবহারকারীর ডেটা অন্য কোথাও শেয়ার করে না বা ক্লাউডেও আপলোড করে না। তাছাড়াও, সংস্থা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার উপর খুব জোর দিয়ে থাকে, আর আলোচ্য ফিচারটি ব্যবহারকারী প্রয়োজনের ভিত্তিতে অন বা ওফ করতে পারবেন।