Categories: Mobiles

Realme 11 Pro 5G সিরিজ ভারতে লঞ্চ হচ্ছে 8 জুন, 12 জিবি র‌্যাম সহ থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

Realme আজ অর্থাৎ ২৬শে মে নিশ্চিত করেছে যে, তারা শীঘ্রই ভারতে Realme 11 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে। চলতি মাসের শুরুতেও সংস্থাটি ইঙ্গিত দিয়েছিল যে, তাদের লেটেস্ট নম্বর সিরিজের স্মার্টফোনগুলিকে জুন মাসে ভারতে আনা হবে। যদিও তখন আসন্ন Realme 11 Pro 5G সিরিজের জন্য কোনো নির্দিষ্ট লঞ্চের টাইমলাইন প্রকাশ করা হয়নি। তবে আজ সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, Realme 11 Pro 5G স্মার্টফোন সিরিজকে ৮ জুন ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শুধু তাই নয়, এক জনপ্রিয় টিপস্টারের সৌজন্যে এই সিরিজের ডিভাইসগুলির নাম, কালার এবং স্টোরেজ কনফিগারেশন সামনে এসেছে।

Realme 11 Pro 5G স্মার্টফোন সিরিজের স্টোরেজ এবং কালার অপশনের তথ্য ফাঁস

টিপস্টার সুধাশু আম্ভোর তার লেটেস্ট রিপোর্টে জানিয়েছেন যে, আগামী ৮ই জুন Realme 11 Pro স্মার্টফোন সিরিজের জন্য ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে। আর এই লাইনআপের অধীনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Realme 11 Pro+ 5G ফোনকে লঞ্চ করা হবে। পাশাপাশি আসবে এর বেস মডেল অর্থাৎ Realme 11 Pro।

আবার টিপস্টার বলেছেন যে, রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো+ ৫জি ভারতে একাধিক স্টোরেজ কনফিগারেশন এবং কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটিকে তিনটি স্টোরেজ বিকল্পের সাথে পাওয়া যাবে, যথা – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

অন্যদিকে, রিয়েলমি ১১ প্রো+ ৫জি দুটি স্টোরেজ বিকল্প সহ আত্মপ্রকাশ করতে পারে। যথা – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস বিকল্প এবং উচ্চতর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। আর উভয় ডিভাইসকেই সম্ভবত – অ্যাস্ট্রাল ব্ল্যাক, ওয়েসিস গ্রিন এবং সানরাইজ বেইজ, এই তিনটি কালার বিকল্পে উপলব্ধ করা হবে।

Realme 11 Pro 5G সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Realme 11 Pro সিরিজ ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। সিরিজ অধীনস্ত মডেল দুটির বাদবাকি ফিচার একসমান হলেও, ক্যামেরা এবং চার্জিং বিভাগে পার্থক্য আছে। এক্ষেত্রে উক্ত সিরিজের চীনা এবং ভারতীয় সংস্করণের ফিচার অনুরূপ হবে বলেই আমাদের অনুমান।

স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি ১১ প্রো এবং ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪১২ পিক্সেল) কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ৯৫০ নিট পিক ব্রাইটনেস এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য উক্ত সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন পাওয়া যাবে। এছাড়া ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়েল স্পিকার সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে এই সিরিজে।

এবার আসা যাক ফিচারগত পার্থক্যের বিষয়ে। Realme 11 Pro+ 5G স্মার্টফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP3 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেওয়া হয়েছে।

অন্যদিকে Realme 11 Pro মডেলে আছে ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট। আর সেলফি তোলার জন্য মিলবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে উভয় মডেলেই ৪,৮৭ও এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও চার্জিং ক্যাপাসিটি ভিন্ন থাকছে। Realme 11 Pro+ 5G ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং Realme 11 Pro মডেলে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Subheccha Das Poddar

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

12 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

20 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

54 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago