realme-11-pro-5g-now-available-in-oasis-green-colour-price-sale-date-and-other-details

হাজার টাকা ডিসকাউন্টে গাছের পাতার মতো রঙে Realme 11 Pro 5G কেনার সুযোগ

Realme 11 Pro সিরিজ জুনে ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপপে Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G মডেলের দুই ফোন এসেছে। সংস্থার তরফে সানরাইজ ব্লেজ, অ্যাস্ট্র্যাল ব্ল্যাক এবং ওয়েসিস গ্রীন নামের তিনটি আকর্ষণীয় কালার অপশনের ঘোষণা করা হলেও, এতদিন Realme 11 Pro 5G শুধুমাত্র সানরাইজ ব্লেজ এবং অ্যাস্ট্র্যাল ব্ল্যাক কালারে উপলব্ধ ছিল। তবে এবার কোম্পানি ওয়েসিস গ্রীন কালারটিও বাজারে নিয়ে এসেছে। আসুন তাহলে এই নয়া কালার ভ্যারিয়েন্টটির দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme 11 Pro 5G ওয়েসিস গ্রীনের দাম এবং উপলব্ধতা

রিয়েলমি ১১ প্রো ৫জি-এর ওয়েসিস গ্রীন ভ্যারিয়েন্টের সেল আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে। ক্রেতারা ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর ১,০০০ টাকা ছাড়ও পেতে পারেন, যার আসল দাম ২২,৯৯৯ টাকা। স্মার্টফোনটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে কেনার জন্য উপলব্ধ হবে।

Realme 11 Pro 5G: স্পেসিফিকেশন

রিয়েলমি ১১ প্রো ৫জি-তে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটিতে ইন্ডাস্ট্রির প্রথম ২০,০০০ লেভেলের অটোমেটিক ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট এবং এআই ব্যাকলাইট অ্যাডজাস্টমেন্ট প্রযুক্তি রয়েছে যা পারিপার্শ্বিক আলোর সাথে নির্বিঘ্নে সমন্বয় সাধন করতে পারে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। রিয়েলমি ১১ প্রো ৫জি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম নির্ভর রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) সফটওয়্যারে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro 5G-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 Pro 5G-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।