Realme GT 3: 10 মিনিটে ফুল চার্জ হওয়া ফোন ভারতে আসছে! ব্যাটারি ফুরালেও নো টেনশন

কিছু দিন আগেই রিয়েলমি চীনে তাদের বর্তমান প্রজন্মের ফ্ল্যাগশিপ Realme GT Neo 5 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি বিশ্বের প্রথম ২৪০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে বাজারে আত্মপ্রকাশ করেছে। তবে বিশ্ববাজারে GT Neo 5-এর উন্মোচনের আগেই এখন, কোম্পানি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ নতুন Realme GT 3 ফোনটিকে টিজ করতে শুরু করেছে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার এই আসন্ন আসন্ন স্মার্টফোনের প্যাকেজিং বাক্সের ছবি শেয়ার করেছেন। শোনা যাচ্ছে যে, কোম্পানি আসলে Realme GT 3 ব্র্যান্ডিংয়ের অধীনে বিশ্ববাজারে Realme GT Neo 5 লঞ্চ করবে। আবার রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ইঙ্গিত করেছেন যে, তারা আগামী ২৮ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) সম্মেলন চলাকালীন ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি নতুন রিয়েলমি স্মার্টফোন লঞ্চ করবে। আসুন তাহলে এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

MWC 2023-এ লঞ্চ হবে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সহ Realme-এর একটি নতুন স্মার্টফোন

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন যে, সমস্ত নিরাপত্তা পরীক্ষা করার পর, আগামী ২৮ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এ রিয়েলমি বিশ্বের দ্রুততম ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তিটি লঞ্চ করতে চলেছে। তার এই টুইটটি রিয়েলমি জিটি নিও ৫-এর গ্লোবাল লঞ্চের দিকে ইঙ্গিত করছে।

ইতিমধ্যেই জানা গেছে যে রিয়েলমি গ্লোবাল ভ্যারিয়েন্টটিকে রিয়েলমি জিটি ৩ হিসাবে লঞ্চ করবে। যদিও মাধব শেঠ স্মার্টফোনটির ভারতীয় লঞ্চের জন্য কোনও নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি। তবে, আশা করাই যায় যে স্মার্টফোনটি ভারতেও শীঘ্রই লঞ্চ হবে, কারণ রিয়েলমি ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল ইতিমধ্যেই এই মডেলটিকে টিজ করেছে।

Realme GT 3-এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৩ যদি সত্যিই রিয়েলমি জিটি নিও ৫-এর রিব্র্যান্ডেড সংস্করণ হয়, তাহলে এতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে, যা ১৪৪ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১,৪০০ নিটের পিক ব্রাইটনেস এবং ২,১৬০ হার্টজ ইউএইচএফ পিডাব্লিউএম ডিমিং অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে। তবে, ১ টিবি যুক্ত ভ্যারিয়েন্টের বিশ্বব্যাপী লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। রিয়েলমি জিটি ৩ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Realme GT 3-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত থাকবে। সেলফির জন্য ফোনের ডিসপ্লের পাঞ্চ-হোলের ভিতরে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme GT 3-এ ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। যা ১০ মিনিটের মধ্যে চার্জ হবে বলে দাবি করা হয়েছে। যদিও, Realme GT Neo 5-এর একটি ১৫০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টও রয়েছে, যা ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। কিন্তু রিয়েলমি গ্লোবাল মার্কেটে ১৫০ ওয়াট চার্জিং সংস্করণটি লঞ্চ করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এছাড়াও, Realme GT 3-এ একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডলবি অ্যাটমস ডুয়েল স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি এবং একটি ইনফ্রারেড রিমোট সেন্সর থাকবে। এই রিয়েলমি স্মার্টফোনটি পার্পল, হোয়াইট এবং ব্ল্যাক-এর মতো কালার অপশনে লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটে Realme GT 3-এর দাম কত রাখা হবে, সেসম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে চীনে, Realme GT Neo 5-এর ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ ২৪০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টটি ৩,১৯৯ ইউয়ান (আনুমানিক ৩৯,০০০ টাকা) মূল্যে বিক্রি হয়।