Realme 11 Pro 5G এর মডেল নম্বর ও ব্লুটুথ ভার্সন জানা গেল, লঞ্চ হতে পারে তাড়াতাড়িই

রিয়েলমি গত নভেম্বর মাসে Realme 10 সিরিজ বিশ্ববাজারে উন্মোচন করে। তবে ব্র্যান্ডটি ইতিমধ্যেই এর উত্তরসূরি অর্থাৎ Realme 11 সিরিজের লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এখন এই আসন্ন লাইনআপে অন্তর্ভুক্ত Realme 11 Pro 5G মডেলটিকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-এর সাইটে স্পট করা গেছে। আসুন তাহলে এই সার্টিফিকেশন তালিকা থেকে রিয়েলমির পরবর্তী নম্বর সিরিজের ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Realme 11 Pro 5G-কে দেখা গেল Bluetooth SIG-এর সাইটে

রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন তালিকাটি ডিভাইসটির সম্পর্কে দরকারী কোনও তথ্য প্রকাশ করেনি। এতে শুধুমাত্র হ্যান্ডসেটের মডেল নম্বর এবং ব্লুটুথ সংস্করণ উল্লেখ করা হয়েছে। ব্লুটুথ এসআইজি তালিকা অনুসারে, রিয়েলমি ১১ প্রো ৫জি RMX3771 মডেলটি নম্বর বহন করে এবং এটি ব্লুটুথ ৫.২ সংস্করণ সহ আসবে।

জানিয়ে রাখি, ব্লুটুথ এসআইজি-এর তালিকাটি আপকামিং রিয়েলমি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ না করলেও, এর মাধ্যমে যেহেতু ১১ প্রো ৫জি-এর মডেল নম্বরটি জানা গেছে, তাই পরবর্তীকালে অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে এটিকে সনাক্ত করা সহজ হবে৷ সুতরাং, শীঘ্রই হ্যান্ডসেটটির সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

আপাতত, রিয়েলমি ১১ প্রো ৫জি দেখতে কেমন হবে এবং এটি কী কী ফিচার অফার করবে, সে সম্পর্কে এখনও কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। তবে আশা করা যায়, এটি অন্তত তার পূর্বসূরির মতোই বা তার চেয়ে উন্নত বৈশিষ্ট্যের সাথে আসবে।

প্রসঙ্গত, বর্তমান প্রজন্মের Realme 10 Pro 5G-তে কমবেশি পূর্বসূরি Realme 9 Pro 5G-এর মতোই স্পেসিফিকেশন রয়েছে। এর প্রধান হাইলাইটগুলির মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ইউএফএস ২.২ স্টোরেজ, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ডুয়েল স্টেরিও স্পিকার, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

আবার, Realme 10 Pro 5G আকর্ষণীয় Coca-Cola Edition-এও পাওয়া যায়, যেটি গত ফেব্রয়ারি মাসে বাজারে আত্মপ্রকাশ করেছে। তবে, ব্র্যান্ডটি সেলের জন্য এই সংস্করণটির সীমিত সংখ্যক ইউনিট তৈরি করেছে। যেহেতু Realme 11 Pro 5G ইতিমধ্যেই ব্লুটুথ এসআইজি-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, তাই মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই বাজারে পা রাখবে।