Categories: Mobiles

মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে 200 এমপি ক্যামেরা সহ আসা Realme 11 Pro 5G সিরিজ, 3 মাসে বিক্রি ছাড়াল 10 লক্ষ

চলতি বছরে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে Realme। তবে গত জুন মাসে আগত Realme 11 Pro স্মার্টফোন সিরিজটি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে। লঞ্চের পরপরই আলোচ্য সিরিজের Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G ফোন দুটির সেল শুরুর মাত্র পাঁচ দিনের মধ্যেই ২,০০,০০০টি ইউনিট বিক্রি হয়। আর এখন সংস্থার একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হচ্ছে, Realme 11 Pro সিরিজ আরো একটি নতুন মাইলস্টোন গড়েছে।

১০ লক্ষেরও বেশি ইউনিট বিক্রির মাইলস্টোন পার করলো Realme 11 Pro সিরিজ

Realme -এর একটি লেটেস্ট পোস্ট অনুযায়ী, লঞ্চ-পরবর্তী তিন মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মিড-রেঞ্জের Realme 11 Pro সিরিজের ১০ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। মনে করা হচ্ছে, ৮,০০০ টাকারও কম দামে Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G ফোনে – সর্বোচ্চ ২০০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, ৫জি-এনাবল চিপসেট, শক্তিশালী ব্যাটারি, ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং কার্ভড এজ ডিসপ্লে পাওয়ার দরুন ডিভাইসগুলিকে কিনতে এতটা পছন্দ করেছে ক্রেতারা। এছাড়া এতো কম দামী ফোনে ফাউক্স লেদার স্টাইলের প্রিমিয়াম ব্যাক প্যানেল ডিজাইন খুবই কম দেখা যায়। এটাও এরূপ ব্যাপক জনপ্রিয়তা অর্জনের অন্যতম কারণ হতে পারে।

Realme 11 Pro সিরিজের দাম

ভারতে রিয়েলমি ১১ প্রো স্মার্টফোনের দাম ২৩,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। বিপরীতে উচ্চতর রিয়েলমি ১১ প্রো+ স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। উভয় মডেলকেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (realme.com), ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং পার্টনার অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে – সানরাইজ সিড, ওয়েসিস গ্রিন এবং অ্যাস্ট্রাল ব্ল্যাক কালার বিকল্পে পাওয়া যাবে।

Realme 11 Pro সিরিজের স্পেসিফিকেশন

আলোচ্য সিরিজের Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G উভয় স্মার্টফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। ডিভাইস দুটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত। তদুপরি উক্ত মডেল-দ্বয়ে সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট উপলব্ধ। আবার দুর্দান্ত সাউন্ড সরবরাহের জন্য রয়েছে ডুয়াল স্পিকার সিস্টেম।

Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G স্মার্টফোনের ক্যামেরা ও ব্যাটারি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্র। সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি এসেছে ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। অন্যদিকে উচ্চতর Realme 11 Pro+ মডেলে পাওয়া যাবে সুপারজুম সাপোর্ট ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। এতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 11 Pro 5G ফোনে ৬৭ ওয়াট ওয়্যারড সুপার ভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর ‘Pro+’ মডেলটিতে ব্যবহৃত হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

21 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

27 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

36 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

47 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago