https://techgup.com/mobiles/realme-12-plus-india-launch-date-announced-march-6-full-specifications-revealed/

অপেক্ষার অবসান, Realme 12+ আগামী মাসে ভারতে লঞ্চ হচ্ছে, পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা

Realme আজ তাদের একটি আসন্ন হ্যান্ডসেটের ভারতীয় লঞ্চের তারিখ নিশ্চিত করলো। আমরা কথা বলছি Realme 12+ স্মার্টফোনের প্রসঙ্গে। সংস্থার ঘোষণা অনুসারে, ডিভাইসটি আগামী মার্চ মাসের ৬ তারিখ দুপুর ১২টায় এদেশে আত্মপ্রকাশ করবে। এই ঘোষণার পাশাপাশি সংস্থাটি তাদের ভারতীয় শাখার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও লাইভ করেছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একটি ই-কমার্স প্ল্যাটফর্মের দৌলতে আনুষ্ঠানিক লঞ্চের আগেই Realme 12+ স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন তালিকা প্রকাশ্যে এসে গেছে।

Realme 12+ স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হল অনলাইনে

রিয়েলমি ১২+ স্মার্টফোন আগামী ৬ই মার্চ এদেশের বাজারে পা রাখবে। তবে তার আগে অর্থাৎ ২৯শে ফেব্রুয়ারি ডিভাইসটি মালয়েশিয়ার বাজারেও মুক্তি পেতে চলেছে। যেকারণে এই ফোনটি বর্তমানে ‘ডিরেক্টডি’ (DirectD) নামের একটি ই-কমার্স ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য তালিকাভুক্ত রয়েছে। আর এই অনলাইন শপিং পোর্টালের মাধ্যমেই এর সম্পূর্ণ স্পেসিফিকেশন তালিকা ফাঁস হয়ে গেছে। মনে করা হচ্ছে ফোনটির মালয়েশিয়া ও ভারতীয় ভ্যারিয়েন্ট অনুরূপ ফিচার অফার করবে।

লিস্টিং অনুসারে, আসন্ন Realme 12+ স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই টাচস্ক্রিন – ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ভালো পারফরম্যান্স অফারের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫৯ প্রসেসর থাকবে। স্টোরেজ হিসাবে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে রান করবে। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য মিলবে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Realme 12+ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে।

প্রসঙ্গত রিয়েলমি দ্বারা শেয়ার করা টিজার ইমেজে, আসন্ন হ্যান্ডসেটের রিয়ার প্যানেল স্পষ্টভাবে দৃশ্যত। Realme 12+ -এর ব্যাক প্যানেলের উপরিভাগে মাঝবরাবর একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে। এই প্যানেলের মাঝ বরাবর রুপালি রঙের একটা উল্লম্ব লাইন চলে গেছে। আবার নিচে বাঁ দিকে রয়েছে ব্র্যান্ড লোগো। এছাড়া ফোনের বাম প্রান্তে পাওয়ার বাটন ও ভলিউম রকার অবস্থান করছে।