Categories: Mobiles

100W চার্জিং, 64MP টেলিফটো ক্যামেরা, কী চাই আর! চমকে দেবে Realme 12 Pro সিরিজ

রিয়েলমি (Realme) নতুন বছর পড়তেই পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। আসন্ন লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে, এগুলি হল স্ট্যান্ডার্ড Realme 12, Realme 12 Pro এবং Realme 12 Pro+। গতকালই, RMX3843 এবং RMX3841 মডেল নম্বর বহনকারী Realme 12 Pro এবং Realme 12 Pro+ চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়। সেই সময়ে, শুধুমাত্র কিছু লাইভ ইমেজ ডেটাবেসে উপলব্ধ ছিল। তবে এখন, এই দুই আপকামিং রিয়েলমি হ্যান্ডসেটের স্পেসিফিকেশন সম্পর্কিত বিস্তৃত তথ্য দিয়ে লিস্টিং দু’টি আপডেট করা হয়েছে। চলুন এই হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি তথ্য প্রকাশিত হয়েছে, জেনে নেওয়া যাক।

Realme 12 Pro এবং Realme 12 Pro+ এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস-এর টেনা লিস্টিংটি প্রকাশ করেছে যে, উভয় স্মার্টফোনেই একটি কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে, যা ২,৪১২ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১০-বিট কালার এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। যদিও এটা উল্লেখ করা হয়নি, তবে দুটি ফোনই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, রিয়েলমি ১২ প্রো ফোনটি ২.২ গিগাহার্টজ গতির অক্টা-কোর চিপ দ্বারা চালিত হবে, যেখানে রিয়েলমি ১২ প্রো প্লাস-এ ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর থাকবে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, টপ-এন্ড প্রো প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। দুটি ডিভাইসই ৬ জিবি/৮ জিবি/ ১২ জিবি/১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি/১ টিবি স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে।

Realme 12 Pro সিরিজটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় ডিভাইসেই ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। তবে দুটি ফোনের ফাস্ট চার্জিং ক্ষমতা এখনও জানা যায়নি। সম্ভবত, পূর্বসূরি Realme 11 Pro সিরিজের মতোই Realme 12 Pro লাইনআপও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme 12 Pro একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সহ আসতে পারে। অন্যদিকে, 12 Pro+এ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। উভয় ফোনেরই রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অবস্থান করবে। তবে, 12 Pro-তে ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেখা যাবে, যেখানে 12 Pro+-এ থাকবে ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। Realme 12 Pro মডেলগুলির সাথে স্ট্যান্ডার্ড Realme 12 ফোনটি চলতি মাসের শেষের দিকে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

16 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

23 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

57 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago