Categories: Mobiles

Realme 12x: লঞ্চের দিনই প্রতি মিনিটে কিনেছেন 300 জন! দেশে সবচেয়ে দ্রুত বিকোনো 5G ফোন এটিই, দাম কত?

ভারতীয় স্মার্টফোন বাজারে সস্তা হ্যান্ডসেটের চাহিদা সবসময়ই বেশি, তবে বাজেট সেগমেন্টে 5G ফোন এন্ট্রি নেওয়ার পর থেকে এই সমীকরণ আরও লম্বা হয়েছে। এখন প্রত্যেকেই কেবল 5G ফোন কেনার দিকে ঝুঁকছেন, যার মধ্যে একাংশ আবার নতুন ফোনগুলি কেনার ক্ষেত্রে টাকা বাঁচাতে চাইছেন। সব মিলিয়ে প্রায় প্রতিটি ব্র্যান্ডের লেটেস্ট 5G স্মার্টফোনই রেকর্ড ব্রেকিং হারে বিক্রি হচ্ছে৷ এমতাবস্থায় টেক-লাইফ ব্র্যান্ড Realme অতিসম্প্রতি সাশ্রয়ী মূল্যে Realme 12x ফোন লঞ্চ করেছে, যা ইতিমধ্যে বছরের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া তথা ‘fastest selling’ 5G ফোনে পরিণত হয়েছে।

জানিয়ে রাখি, এই মঙ্গলবার মানে 2 এপ্রিল Realme 12x বাজেট ডিভাইসটি লঞ্চ হয়, ওইদিনই সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে সীমিত সময়ের জন্য এর ‘আর্লি বার্ড সেল’ বা অগ্রিম বিক্রয়ের পর্ব অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি বিশেষ ছাড়ে উপলব্ধ হয়েছিল। আর এই সময়ের মধ্যে মুড়ি-মুড়কির মতো এটিকে কেনেন অসংখ্য মানুষ।

প্রতি মিনিটে 300 জনেরও বেশি মানুষ কিনেছেন Realme 12x

লঞ্চের পরপরই রিয়েলমি 12এক্স 5জির কারণে অর্জিত সাফল্যের কথা সগর্বে প্রকাশ করেছে রিয়েলমি। কোম্পানির মতে, তাদের আর্লি বার্ড সেলের সময় প্রতি মিনিটে 300 জনেরও বেশি মানুষ এই লেটেস্ট ফোনটি কিনেছেন – চলতি 2024 সালে এখনও পর্যন্ত এত দ্রুত এবং বেশি আর কোনো 5জি স্মার্টফোন বিক্রি হয়নি বলে তাদের দাবি (সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের বিক্রির তথ্যের ভিত্তিতে রিয়েলমি এই কথা বলেছে)।

Realme 12x 5G-এর দাম

রিয়েলমি 12এক্স 5জি স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর মধ্যে 4 জিবি+128 জিবি মডেল 11,999 টাকায়, 6 জিবি+128 জিবি মডেল 13,499 টাকায় এবং টপ মডেল অর্থাৎ 8 জিবি+128 জিবি মডেল 14,999 ফ্লিপকার্টে বিক্রির জন্য তালিকাভুক্ত। এক্ষেত্রে পেমেন্টের জন্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 1,500 টাকা ছাড় পাওয়া যাবে, মিলবে 10 হাজার টাকার বেশি এক্সচেঞ্জ অফারের সুবিধাও।

Realme 12x 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি 12এক্স 5জি স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.72 ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর, যার সাথে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা উপলব্ধ। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে আছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

Anwesha Nandi

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

15 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

23 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

52 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago