Mobiles

1000 জিবি স্টোরেজ ও 80W ফাস্ট চার্জের সঙ্গে এন্ট্রি নিচ্ছে রিয়েলমির নতুন স্মার্টফোন

সম্প্রতি আরএমএক্স৫০০২ মডেল নম্বর সহ একটি রিয়েলমি ফোন চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে। লিস্টিংটি ডিভাইসের ছবি এবং কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে কিন্তু এর নাম, চিপসেট বা ফাস্ট চার্জিং ক্ষমতা প্রকাশ করেনি। আর এখন রিয়েলমি আরএমএক্স৫০০২ ফোনটি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে, যা নিশ্চিত করেছে যে ডিভাইসটি রিয়েলমি ১৩প্লাস ৫জি নামে আত্মপ্রকাশ করবে। এটি নির্দেশ দেয় যে টেনা ডেটাবেসে তালিকাভুক্ত মডেলটি সম্ভবত রিয়েলমি ১৩ প্লাস ৫জি হ্যান্ডসেটের চীনা ভ্যারিয়েন্ট। এছাড়াও, ডিভাইসটি ইতিমধ্যেই গিকবেঞ্চ এবং টিইউভি জাপানের ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর চিপসেট এবং ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেছে। চলুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme 13+ 5G পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

ইন্দোনেশিয়ার এসডিপিপিআই, ভারতের বিআইএস, ইউরোপের ইইসি এবং টিইউভি রাইনল্যান্ড জাপান সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনটিকে অনুমোদন করেছে। টিইউভি লিস্টিং অনুসারে, ডিভাইসটিতে ৪,৮৮০ এমএএইচ রেটেড-ভ্যালুর ব্যাটারি থাকবে, যা ইঙ্গিত করে যে এর টিপিক্যাল ভ্যালু ৫,০০০ এমএএইচ হতে পারে। এটি আরও প্রকাশ করেছে যে ডিভাইসটিকে একটি ৮০ ওয়াট ফাস্ট চার্জার সহ পাঠানো হতে পারে।

রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনটিকে দেখা গেল গিকবেঞ্চের প্ল্যাটফর্মে

রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনের টেনা লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটি ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর চিপসেটে চলবে, কিন্তু প্রসেসরটির নাম উল্লেখ করেনি। তবে গিকবেঞ্চ ডেটাবেস থেকে জানা গেছে যে, ডিভাইসটি ২.৫ গিগাহার্টজের মিডিয়াটেক এমটি৬৮৭৮ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ (সোর্স কোডের মাধ্যমে) যুক্ত থাকবে। এই তথ্যগুলি ইঙ্গিত করছে যে, রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরটি থাকবে।

গিকবেঞ্চ লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে, রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনে ৬ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চের একক-কোর এবং মাল্টি-কোর টেস্টে ডিভাইসটি যথাক্রমে ১,০৪৩ এবং ২,৯২৫ পয়েন্ট স্কোর করেছে।

রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টেনা সার্টিফিকেশন অনুযায়ী, রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড স্ক্রিন থাকবে, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হবে। ফটোগ্রাফির জন্য, ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। চীনে ডিভাইসটিকে ৬ জিবি/৮ জিবি/ ১২ জিবি/১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি স্টোরেজ সংস্করণে লঞ্চ করা হতে পারে। এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। রিয়েলমি ১৩ প্লাস ৫জি হ্যান্ডসেটের পরিমাপ ১৬১.৭ x ৭৪.৭ x ৭.৬ মিলিমিটার এবং এর ওজন হবে ১৮৫ গ্রাম।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

16 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

1 hour ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago