একধাক্কায় ৪৭০০ টাকা সস্তা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Realme 9, এত কমে প্রথমবার কেনার সুযোগ

মাত্র ১৩,২৯৯ টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন। হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ই-কমার্স সাইট Flipkart সম্প্রতি Realme 9 এত কম দামে কেনার সুযোগ দিচ্ছে, যা এর আগে আর কখনও সম্ভব হয়নি। ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারবেন ক্রেতারা। শুধু ক্যামেরা নয়, Realme 9 ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ এক কথায় ফিচারে ঠাসা।

সবচেয়ে কম দামে Realme 9

রিয়েলমি ৯ ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট এখন ফোনটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি করছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৭০০ টাকা অতিরিক্ত ছাড়, যারপর এর দাম কমে ১৩,২৯৯ টাকা হয়ে যাবে।

শুধু তাই নয়, পুরানো ফোন বদলেও রিয়েলমি ৯ কেনা যাবে। ক্রেতারা ৬ জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ১৩,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। উল্লেখ্য, এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের ১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যার আসল দাম ১৮,৯৯৯ টাকা।

আমাদের অনুমান ফ্লিপকার্ট সীমিত সময়ের জন্য এই অফার দিচ্ছে। তাই আপনারা যারা অতি সস্তায় একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন কিনতে চান, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না।

Realme 9 এর বিশেষত্ব

Realme 9 ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ও ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে চলবে। আবার এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Realme 9 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর ও একটি ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Realme 9 4G ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।