Android 13 আপডেট চলে এল Realme এর দুই স্মার্টফোনে, দেখে নিন কীভাবে পাবেন

Realme তাদের বিভিন্ন হ্যান্ডসেটে Android 12 রিলিজের পর এবার অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণ রোলআউটের জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সংস্থার Android 13 আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের অংশ হিসাবে সেপ্টেম্বরে Realme GT 2, Realme GT Neo 3, এবং Realme GT Neo 150W মডেলে নয়া সফটওয়্যার আপডেট এসেছে। এবার রিয়েলমির প্রথম মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে Realme 9 Pro ও Realme Pro+ ডিভাইসে আর্লি অ্যাক্সেস আপডেটের ঘোষণা হল।

রিয়েলমি কমিউনিটিতে পোস্টের মাধ্যমে Realme 9 Pro ও Realme 9 Pro+ ব্যবহারকারীদের Android 13 বেসড Realme UI 3.0 আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম সম্পর্কে অবগতb করা হয়েছে। উল্লেখ্য, স্মার্টফোন দু’টি গত ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে রিয়েলমির নম্বর বা ডিজিট সিরিজের সবচেয়ে দামী ফোন সেগুলি‌। আবার Realme 9 Pro ও  Pro+ ব্র্যান্ডের প্রথম মিড-রেঞ্জ ফোন, যা Android 13 পেতে চলেছে।

Android 13 আর্লি অ্যাক্সেস বিল্ডের জন্য কিছু শর্ত রেখেছে রিয়েলমি৷ সেগুলি পূরণ করলেই মিলবে আপডেট। প্রথমেই Realme 9 Pro সিরিজ ব্যবহারকারীরাদের তাদের হ্যান্ডসেট RMX3392_11.A.12 অথবা RMX3392_11.A.13 ভার্সনে আপগ্রেড থাকতে হবে। এরপর ফোনের সেটিংস > সফটওয়্যার আপডেট > ট্রায়াল ভার্সন > তারপর তথ্য জমা দিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।

বলাই বাহুল্য, আর্লি অ্যাক্সেসের জন্য আপকামিং আপডেটটি স্টেবেল ভার্সনের মতো বাগ ও গ্লিচ-ফ্রি হবে না। ফলে সিস্টেম স্টেবিলিটি বা ব্যাটার লাইফে প্রভাব পড়বে হওয়ার সম্ভাবনা থেকে যায়‌। অনুমান, স্টেবেল আপডেট পেতে অন্তত ১০-১২ সপ্তাহ অপেক্ষা করতেই হবে। এদিকে রিয়েলমি জানিয়ে দিয়েছে, আবেদনকারীদের ফোনে অন্তত ৫ জিবি স্টোরেজ ফাঁকা ও ব্যাটারিতে ৬০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকতে হবে। আর অবশ্যই ডেটার ব্যাকআপ রাখা জরুরি।