Android 13: রিয়েলমির বাজেট ফোনে এল নতুন অ্যান্ড্রয়েড বিটা আপডেট, আপনি পেয়েছেন?

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের বাজেট স্মার্টফোনের জন্য Android 13 ভিত্তিক realme UI 4.0 এর বিটা সংস্করণ রিলিজ করল। আজ্ঞে হ্যাঁ! Realme 9i 5G নামের স্মার্টফোনের জন্য সংস্থাটি নতুন অ্যান্ড্রয়েড আপডেট প্রকাশ করেছে। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে Realme GT 2 Pro সংস্থার প্রথম ফোন হিসেবে অ্যান্ড্রয়েড ১৩ এর আর্লি অ্যাক্সেস পেয়েছিল। এটি ছিল একটি প্রিমিয়াম ফোন। তবে এখন রিয়েলমি মিড-রেঞ্জ এবং বাজেট সেগমেন্টের ফোনগুলির জন্য অ্যান্ড্রয়েড ১৩ এর বিটা সংস্করণ রোল আউট করছে।

Android 13 এর বিশেষত্ব কি

অ্যান্ড্রয়েড ১৩ এর সবচেয়ে সেরা ফিচার আমাদের কাছে ‘ক্লিয়ার কলিং’ মনে হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কলের সময় স্পষ্ট আওয়াজ শুনতে পারবেন। কারণ এটি কলিং-এর সময় আসা ব্যাকগ্রাউন্ডের নয়েজকে হ্রাস করে। একই সঙ্গে নতুন ওয়ালপেপার ও থিমও পাবে Realme 9i 5G ব্যবহারকারীরা।

এছাড়া নতুন অ্যান্ড্রয়েড আপডেট ব্যবহারকারীদের কাস্টমাইজেশনের সুবিধা দেবে। অর্থাৎ, তারা তাদের প্রয়োজন অনুযায়ী আইকনগুলি সাজাতে পারবেন। পাশাপাশি উইজেটগুলিও পরিবর্তন করা যেতে পারে। আবার Always On Display -এও উন্নতি দেখা যাবে।

এই স্মার্টফোনগুলির জন্য আগেই বিটা সংস্করণ রিলিজ করা হয়েছে

২০২২ সালের আগস্টে Realme GT 2 Pro -এর জন্য রিয়েলমি প্রথম অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ এর আর্লি অ্যাক্সেস ঘোষণা করে। এর পরে, সেপ্টেম্বরে Realme GT Neo 3 150W, Realme GT Neo 3 80W এবং Realme GT 2 নয়া সংস্করণের আর্লি অ্যাক্সেস পায়। অক্টোবরে, Realme GT Neo 3T, Realme 9 Pro + 5G, Realme 9 Pro 5G এবং নভেম্বরে Realme 9i 5G এই আপডেট পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *