Realme Becomes the Most Popular Smartphone Brand Among Young Indians

Apple বা Samsung নয়, তরুণ তরুণীদের সবচেয়ে পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড এই চীনা কোম্পানি, বলছে সমীক্ষা

ভারতের তরুণ প্রজন্মের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড হল Realme! হ্যাঁ এমনটাই উঠে আসছে একটি সমীক্ষা থেকে। জনপ্রিয় বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Research) ১৬ থেকে ২৫ বছর বয়সী ভারতীয়দের ওপর একটি সমীক্ষা চালিয়েছে এটা জানতে যে, স্মার্টফোন কেনার ক্ষেত্রে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি কী কী৷ সমীক্ষার ফলাফলে দেখা গেছে যে “ভ্যালু ফর মানি” এবং “লেটেস্ট টেকনোলজি” তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কারণ। উত্তরদাতাদের ২৫% এবং ১৮% যথাক্রমে এই দুটি কারণকে বেছে নিয়েছে। লেটেস্ট প্রযুক্তি এবং চিত্তাকর্ষক ডিজাইনের সাথে সাশ্রয়ী মূল্যের কারণে Realme এখন সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে।

ভারতের তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে Realme

কাউন্টারপয়েন্ট রিসার্চের নতুন সমীক্ষাটি প্রকাশ করেছে যে চীনা স্মার্টফোন নির্মাতা রিয়েলমি ভারতের তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়৷ ১৮-২৫ বছর বয়সী উত্তরদাতাদের ৫৮% রিয়েলমিকে ভোট দিয়েছেন। ২০,০০০ টাকার মধ্যে লেটেস্ট প্রযুক্তি, ভ্যালু ফর মানি এবং স্টাইলিশ ডিজাইন অফার করার জন্য কোম্পানিটিকে তরুণরা পছন্দ করে। জানিয়ে রাখি, শাওমি (Xiaomi) এবং ভিভো (Vivo) যথাক্রমে ৫৪% এবং ৫৩% ভোট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

সমীক্ষাটি প্রকাশ করেছে যে, উত্তরদাতাদের এক-চতুর্থাংশের কাছে ফোনটি “ভ্যালু ফর মানি” কিনা, তা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছে। এছাড়া, ডিভাইসে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার অন্যতম মাপকাঠি।

১৮ থেকে ২৫ বছরের এজ গ্রুপের মধ্যে রিয়েলমি জনপ্রিয়তা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, সিনিয়র বিশ্লেষক আরুশি চাওলা উল্লেখ করেছেন যে তরুণ প্রজন্ম চরম উৎসাহের সাথে স্মার্টফোন কেনার ক্ষেত্রে অগ্রসর হয়। তিনি আরও বলেছেন যে সাম্প্রতিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্যের বিনিময়ে একটি লাভজনক ডিল এবং প্রিমিয়াম লুক তরুণ তরুণীদের মধ্যে স্মার্টফোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়। তিনি প্রকাশ করেছেন যে এদেশের স্মার্টফোন বাজারের প্রায় ৬০%ই ২০,০০০ টাকার নীচের প্রাইস রেঞ্জের মধ্যে পড়ে।

এবছর ফেব্রুয়ারিতে, আরেকটি বাজার গবেষণা সংস্থা আইডিসি (IDC)-ও এবছরের ভারতীয় স্মার্টফোন বাজারের ওপর তাদের সার্ভে রিপোর্ট প্রকাশ করেছিল। এই রিপোর্ট অনুসারে, গত বছরের তিনটি ত্রৈমাসিকে মার্কেট শেয়ারে উল্লেখযোগ্য পতনের সম্মুখীন হওয়ার পর, রিয়েলমি এখনও ভারতে ১২.৫% মার্কেট শেয়ার দখল করে তৃতীয় স্থানে রয়েছে।