Realme Book Prime ল্যাপটপ ও Realme Buds Air 3 ইয়ারফোন লঞ্চ হল MWC ইভেন্টে, বিশেষত্ব জেনে নিন

লেনোভো আজ (২৮ ফেব্রুয়ারি) বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022)- এর মঞ্চে উন্মোচন করল তাদের নতুন দুই ডিভাইস- Realme Book Prime এবং Realme Buds Air 3। এই ইভেন্টে Realme GT 2-সিরিজ স্মার্টফোনের পাশাপাশি নতুন ল্যাপটপ এবং ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হয়েছে। Realme Book Prime গতবছর লঞ্চ হওয়া Realme Book Slim ল্যাপটপের উত্তরসূরি হিসেবে কয়েকটি আপগ্রেড সহ এসেছে। এতে 11th Gen Intel Core i5 প্রসেসর দেওয়া হয়েছে এবং ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ উপস্থিত। আর বলাই বাহুল্য নতুন Realme Buds Air 3 ইয়ারফোনটি Realme Buds Air 2-এর উত্তরসূরি। এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) এবং 10mm বেস বুস্ট ড্রাইভার সহ এসেছে। আসুন তাহলে এই দুই নতুন ডিভাইসের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

রিয়েলমি বুক প্রাইম, রিয়েলমি বাডস এয়ার ৩- এর দাম এবং লভ্যতা (Realme Book Prime,Realme Buds Air 3 Price and Availability)

ইউরোপের বাজারে রিয়েলমি বুক প্রাইম ল্যাপটপের ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের দাম ৯৯৯ ইউরো (প্রায় ৮৪,৪০০ টাকা) রাখা হয়েছে। আবার ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯৯ (প্রায় ৯২,৮০০ টাকা)। এই ল্যাপটপটি রিয়েল ব্লু, রিয়েল গ্রে এবং রিয়েল গ্রিন- এই তিনটি কালার অপশনে উপলব্ধ রয়েছে।

অন্যদিকে, ইউরোপে নতুন রিয়েলমি বাডস এয়ার ৩-এর মূল্য ৫৯.৯৯ ইউরো (প্রায় ৫,০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এটি গ্যালাক্সি হোয়াইট এবং স্টারি ব্লু কালার অপশনে পাওয়া যাবে। তবে, ভারত সহ অন্যান্য বাজারে ল্যাপটপ এবং ইয়ারফোনটির উপলব্ধতার বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

রিয়েলমি বুক প্রাইম- এর স্পেসিফিকেশন (Realme Book Prime Specifications)

নতুন রিয়েলমি বুক প্রাইম ২কে (2K) ডিসপ্লে সহ এসেছে। এই ল্যাপটপে ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫-১১৩২০এইচ প্রসেসর দেওয়া হয়েছে এবং এরসাথে গ্রাফিক্সের জন্য ইন্টেল আইরিস এক্স জিপিইউ (Intel Iris X) সংযুক্ত রয়েছে। এই ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ পাওয়া যাবে। নতুন রিয়েলমি ল্যাপটপে হিট ডিসিপেশনের গতি বাড়াতে ভিসি লিকুইড কুলিং সিস্টেম উপস্থিত রয়েছে। রিয়েলমি দাবি করেছে যে, এই মডেলের ডুয়েল-ফ্যান ভিসি লিকুইড কুলিং সিস্টেম আগের মডেলের তুলনায় ৩২ শতাংশ বেশি কার্যকর। রিয়েলমি বুক প্রাইম অ্যান্ড্রয়েড ১১-এ চলে।

অডিওর জন্য, Realme Book Prime-এ ডিটিএস (DTS) অডিও প্রযুক্তির সাপোর্ট যুক্ত স্টেরিও স্পিকার রয়েছে। এই ল্যাপটপে একটি টাচপ্যাড সহ একটি ব্যাকলিট কীবোর্ডও পাওয়া যাবে। Realme Book Prime-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে অন্তর্ভুক্ত আছে ওয়াই-ফাই ৬ এবং একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট। এটি Realme PC Connect-এর সাথেও ইনস্টল করা আছে, যা ওপ্পো এবং রিয়েলমি স্মার্টফোন ব্যবহারকারীদের তাদের হ্যান্ডসেটগুলিকে তাদের পিসির সাথে ওয়্যারলেসভাবে সংযোগ করতে সাহায্য করে। সংস্থা দাবি করেছে যে এই নয়া ল্যাপটপের ব্যাটারি একবার চার্জে ১২ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক সময় দিতে পারে। এতে একটি মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে।

রিয়েলমি বাডস এয়ার ৩ স্পেসিফিকেশন এবং ফিচার (Realme Buds Air 3 Specifications and Features)

নতুন রিয়েলমি বাডস এয়ার ৩ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশনগুলির ক্ষেত্রেও পূর্বসূরির তুলনায় উন্নতি দেখা গেছে৷ সংস্থার অডিও লাইনআপের এই নতুন ডিভাইসটি (TUV Rheinland) রাইনল্যান্ড দ্বারা সার্টিফিকেশন প্রাপ্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) অফার করে, যা ৪২ ডিসেবল পর্যন্ত বাহ্যিক শব্দ কমিয়ে দিতে পারে। ইয়ারফোনটিতে দুটি মাইক্রোফোন উপলব্ধ এবং সর্বাধিক বেস নিশ্চিত করতে ১০ মিলিমিটারের ডায়নামিক বেস বুস্ট ড্রাইভার রয়েছে।

এছাড়া, Realme Buds Air 3 TWS ইয়ারফোনটি একই সময়ে দুটি ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারে। এছাড়াও, Realme Buds Air 3-এ একটি ট্রান্সপারেন্সি মোড পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের গান শোনার সময় তাদের আশেপাশের বিষয়ে সচেতন হতে সাহায্য করবে। কোম্পানির জানিয়েছে, এতে মোবাইল গেমিংয়ের জন্য ৮৮ মিলিসেকেন্ডের প্রতিক্রিয়া বিলম্ব সহ একটি সুপার লো-লেটেন্সি মোড থাকবে। ফোন কলের সময় স্পষ্ট অডিও নিশ্চিত করতে নতুন ইয়ারফোনটি একটি অ্যান্টি-উইন্ড প্রযুক্তি অফার করে। Realme Buds Air 3 ঘাম এবং জল প্রতিরোধের জন্য আইপিএক্স৫ (IPX5) রেটিং সহ এসেছে।

সর্বোপরি, Realme Buds Air 3 ইয়ারফোনগুলি একবার চার্জে মোট ৩০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থা। এতে মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে ১০০ মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

6 hours ago