Realme Buds Q2 ওয়্যারলেস ইয়ারবাড ও Realme Smart TV Full HD 32 ভারতে লঞ্চ হল

Realme গতকাল ভারতে লঞ্চ করেছে Narzo 30 5G ও Narzo 30 স্মার্টফোন। এর পাশাপাশি কোম্পানিটি Realme Buds Q2 true wireless stereo (TWS) নামক একটি নতুন ইয়ারফোন এবং Realme Smart TV Full-HD 32 নামক একটি নয়া স্মার্ট টিভি ভারতে এনেছে। Realme Buds Q মডেলটির সাক্সেসর হিসাবে নিয়ে আসা রিয়েলমি বাডস কিউ২ ইয়ারফোনটি ভারতীয় বাজারে উপলব্ধ যাবতীয় TWS লাইনআপের হেডসেটগুলির মধ্যে সর্বাধিক সস্তা। প্রিমিয়াম হেডসেটের ন্যায় এই মডেলটিতেও,অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC), অ্যাপ সাপোর্ট এবং টাচ কন্ট্রোলের মতো একাধিক মর্ডার্ন ফিচার পাওয়া যাবে। অন্যদিকে নাম দেখেই বোঝা যাচ্ছে নতুন রিয়েলমি স্মার্ট টিভিটি ফুল-এইচডি রেজোলিউশন সহ ৩২ ইঞ্চি স্ক্রিন
সাইজে এসেছে। এটিতে LED ডিসপ্লে, অ্যান্ড্রয়েড টিভি ৯ ওএস সিস্টেম এবং এআই সাপোর্ট পাওয়া যাবে। তাহলে চলুন রিয়েলমি বাডস কিউ২ এবং রিয়েলমি স্মার্ট টিভি ফুল-এইচডি ৩২ ডিভাইস দুটির ফিচার, দাম ও লভ্যতা প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

Realme Buds Q2 , Realme Smart TV Full-HD 32 এর দাম ও লভ্যতা

রিয়েলমি বাডস কিউ২ ইয়ারবাডটির দাম ভারতে, ২,৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি আগামী ৩০শে জুন থেকে Realme.com, Amazon এবং কয়েকটি অনলাইন রিটেল স্টোর থেকে পাওয়া যাবে।

অন্যদিকে, রিয়েলমি স্মার্ট টিভি ফুল-এইচডি ৩২ মডেলটিকে ১৮,৯৯৯ টাকায় লঞ্চ করা হলেও, প্রথম সেলে এটিকে ১৭,৯৯৯ টাকায় কিনে নেওয়ার সুযোগ করে দিচ্ছে সংস্থাটি। এই স্মার্ট টিভিটিকে আগামী ২৯শে জুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট Realme.com এবং ই-কমার্স সাইট Flipkart সহ একাধিক অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Realme Buds Q2 ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি বাডস কিউ২ ইয়ারফোনটি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচারের সাথে এসেছে। এটি বহিরাগত লো-ফ্রিকোয়েন্সি নয়েজকে হ্রাস করে মিউজিক শোনার ক্ষেত্রে ইউজারদের ‘রিয়েল লাইফ’ অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া, হেডসেটটিতে রিয়েলমি লিঙ্ক অ্যাপ (Realme Link app) সাপোর্টও পাওয়া যাবে। এই অ্যাপটির সাহায্যে ইউজাররা, গেমিং মোড এনাবেল বা অন করা, টাচ কন্ট্রোল এবং ইকুয়ালাইজার সেটিংস পরিবর্তন করার মতো কয়েকটি নির্দিষ্ট সেটিংস ও অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতে পারবে। আবার রিয়েলমি বাডস কিউ২ ইয়ারফোনটিকে রিফ্লেকটিভ টাচ-সেনসিটিভ জোন এবং অ্যাক্টিভ প্যাসিভ নয়েজ আইসোলেশনের জন্য ইন-ক্যানেল ফিটের সাথে ডিজাইন করে নিয়ে আসা হয়েছে।

Realme Buds Q2-তে, ১০ মিমি দৈর্ঘ্যের ডাইনামিক ড্রাইভার, ৮৮ এমএস-এর সুপার-লো লেটেন্সি মোড, ট্রান্সপারেন্ট মোড এবং ভয়েস কলের জন্য ডুয়াল-মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে। কানেক্টিভিটি অপশন হিসাবে, SBC এবং AAC ব্লুটুথ কোডেক সহ ব্লুটুথ ৫.২ সাপোর্ট পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, ডিভাইসটি একটানা ২৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করবে, বলে সংস্থাটি দাবি করেছে। এক্ষেত্রে, ফাস্ট চার্জিংয়ের জন্য ইয়ারফোনটির কেসে থাকছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট ইন্টারফেস।

Realme Smart TV Full-HD 32 স্মার্ট টিভির ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি তাদের এই স্মার্ট টিভিকে উন্নত পিকচার এবং সাউন্ড কোয়ালিটির সাথে লঞ্চ করেছে। এই টিভিতে পাওয়া যাবে ৮৫% NTSC কালার গ্যামেট কভারেজ, ৪০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস এবং ১,৯২০×১,০৮০ পিক্সেল রেজুলেশন যুক্ত একটি ৩২ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লে। যা, উৎকর্ষমানের প্রাণবন্ত পিকচার কোয়ালিটি সরবরাহ করবে। এছাড়া, স্ক্রিনের ভিউয়িং ক্ল্যারিটির মান বাড়াতে টিভিতে রয়েছে, ক্রোমা বুস্ট (Chroma Boost) পিকচার ইঞ্জিন (IPQ engine)। এরই সাথে, টিভিটিতে HLG এবং HDR10 -এর মতো HDR ফরম্যাট সাপোর্টও পাওয়া যাবে। অন্যদিকে, পারফরম্যান্সের কথা বললে রিয়েলমির এই টেলিভিশনটি, মিডিয়াটেক কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত। আর সফ্টওয়্যার ফ্রন্ট হিসাবে টিভিটি, অ্যান্ড্রয়েড টিভি ৯ ভিত্তিক ওএস সিস্টেমে কাজ করবে। এটিতে, ১ জিবি DDR3 র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজের পাওয়া যাবে।

তদুপরি, Realme Smart TV Full-HD 32-এ ইন-বিল্ট গুগল অ্যাসিস্টেন্ট এবং ক্রোমকাস্টের মতো টেকনোলজিও উপলব্ধ করা হয়েছে। এই টিভিতে ইউজাররা প্লে স্টোর থেকে ইচ্ছানুসারে অ্যাপ এবং স্ট্রিমিং সার্ভিস ডাউনলোড করতে পারবেন। এছাড়া, অন্যান্য ফিচার হিসাবে এই স্মার্টটিভিটিতে, ডলবি অডিও সাপোর্ট সহ ২৪ ওয়াটের কোয়াড স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। থাকছে একাধিক প্রিসেট ডিসপ্লে মোড। যার মধ্যে, মুভি, স্পোর্টস, ভিভিড, গেম, এনার্জি সেভিং সহ নানাবিধ মোড অন্তর্ভুক্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Recent Posts

Yuvraj Singh: কোচ হিসেবে অভিষেক হতে চলেছে যুবরাজের, আইপিএল ২০২৫ এর জন্য এই দল‌ থেকে পেলেন অফার

আন্তর্জাতিক এবং আইপিএলের মঞ্চ থেকে অবসর নেওয়ার পর একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার কোচ হিসাবেও যথেষ্ট…

4 hours ago

24 ক্যারাট সোনা দিয়ে তৈরি এই Samsung স্মার্টফোন, কত দাম অনুমান করুন দেখি

অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung) এর ফ্ল্যাগশিপ ফোনের লাক্সারি কাস্টম এডিশন বানানোর জন্য সুপরিচিত ব্র্যান্ড,…

5 hours ago

Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন

আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে…

5 hours ago

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

7 hours ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

8 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

9 hours ago