Realme C30s হবে বিরাট সস্তা ফোন, লঞ্চের আগাম বার্তা দিয়ে উপস্থিত একাধিক সার্টিফিকেশন সাইটে

Realme-র C সিরিজের জনপ্রিয় স্মার্টফোন Realme C33 গত সপ্তাহেই NBTC, BIS, FCC, এবং EEC-সহ কিছু সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যেখান থেকে এই হ্যান্ডসেটটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্বন্ধে বেশকিছু তথ্য সামনে এসেছে। তবে শুধু Realme C33 নয়, ইতিমধ্যেই C সিরিজের আরেকটি ফোনকে বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। Realme C30s নামের এই ফোনকে সম্প্রতি NBTC এবং EEC সাইটে খুঁজে পাওয়া গেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Realme C30s পেল NBTC এবং EEC সার্টিফিকেশন সাইটের অনুমোদন

মাইস্মার্টপ্রাইস, রিয়েলমি সি৩০এস ফোনকে এই দুই সার্টিফিকেশন সাইটে দেখতে পেয়েছে। এরমধ্যে NBTC লিস্টিং থেকে জানা যাচ্ছে হ্যান্ডসেটটির মডেল নম্বর হল RMX3690। এই একই মডেল নম্বর সহ ফোনটি EEC সাইটেও অন্তর্ভুক্ত হয়েছে। তবে সবেমাত্র সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ায় এই হ্যান্ডসেটটি সম্বন্ধে বিশেষ তথ্য এখনো সামনে আসেনি। যদিও আশা করা যায় রিয়ালমি সি৩০এস-এর যাবতীয় ফিচার এবং স্পেসিফিকেশন শীঘ্রই সামনে আসবে। ততক্ষণে আমরা এর পূর্বসূরী অর্থাৎ রিয়েলমি সি৩০ ফোনের স্পেসিফিকেশন দেখে নিই…

Realme C30 এর স্পেসিফিকেশন এবং ফিচার

Realme C30s এর ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে তার আন্দাজ পাওয়ার জন্য আমরা Realme C30-এর স্পেসিফিকেশনগুলি দেখতে পারি। এই স্মার্টফোনটি একটি লো বাজেট রেঞ্জের হ্যান্ডসেট। এই হ্যান্ডসেটটিতে আছে একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪০০ নিটস। এছাড়াও এতে পুরু বেজেল এবং ফ্রন্ট ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে উপস্থিত রয়েছে।

এই ডিভাইসটিতে পারফরম্যান্সের জন্য UNISOC T612 চিপসেট ব্যবহার হয়েছে, সাথে আছে মালি জি৫৭ জিপিইউ। এছাড়াও এতে ৩ জিবি LPDDR4X র‍্যাম, ৩২ জিবি ইউএফএস২.২ স্টোরেজ এবং মাইক্রো এসডি স্লট উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই গো কাস্টম স্কিন দ্বারা পরিচালিত হয়।

ফটোগ্রাফির জন্য Realme C30 ফোনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে মাইক্রো ইউএসবি কানেক্টর এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেখা যায়। ফোনটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক সহ এসেছে।