না তাকিয়ে কেউ থাকতেই পারবে না, দুর্ধর্ষ বাইক নিয়ে ভারতে হাজির Harley Davidson, দাম?

আমেরিকার আইকনিক ক্রুজার বাইক নির্মাতা হার্লে ডেভিডসনের (Harley Davidson) সঙ্গে পরিচয় আমাদের অনেক বছর ধরেই। গত বছরই এই সংস্থার সৌজন্যে আমাদের দেশে পা রেখেছিল Harley Davidson Nightster। এবার এই শক্তিশালী ক্রুজার মোটরসাইকেলের আপডেটেড সংস্করণ লঞ্চ হয়ে গেল ভারতে। বাইকটির বেস ভ্যারিয়েন্টের দাম শুধু হচ্ছে ১৭.৪৯ লাখ টাকা থেকে। মিলবে স্ট্যান্ডার্ড এবং স্পেশাল নামক দুই মডেল। চলুন এই বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ডিজাইন ও হার্ডওয়্যার

স্বাভাবিকভাবেই বেস অর্থাৎ স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় স্পেশাল মডেলটিতে একাধিক অতিরিক্ত ফিচার এবং ডিজাইনে পরিবর্তন দেখতে পাওয়া যায়। যেমন হেডলাইট কাউল, পিলিয়ন সিট, খানিকটা উঁচু করা হ্যান্ডেলবার ইত্যাদি। এসব ছাড়াও স্পেশাল এডিশনে অতিরিক্ত রঙের অপশন এবং বিশেষ ধরনের ডিজাইন করা অ্যালয় হুইল নজরে আসে।

পেইন্ট স্কিম

রং এর কারিকুরির কথা বলতে গেলে স্ট্যান্ডার্ড মডেলটিতে ভিভিড ব্ল্যাক এবং রেড লাইন রেড এই দুটি কালার স্কিম দেওয়া হয়েছে। অন্যদিকে হার্লে ডেভিডসন নাইটস্টার এর স্পেশাল ভ্যারিয়েন্টটি ভিভিড ব্ল্যাক, ব্ল্যাক ড্যানিম, ব্রাইট বিলিয়ার্ড ব্লু এবং ইন্ডাস্ট্রিয়াল ইয়েলো এই চারটি রঙে উপলব্ধ। দুটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই ভিভিড ব্ল্যাক রঙের মডেলটি সবচেয়ে কম দামে কিনতে পাওয়া যায়। বাকি সব কটি রঙের ক্ষেত্রেই এর তুলনায় অতিরিক্ত প্রায় ১৪,০০০ টাকা গুনতে হবে গ্রাহকদের।

ইঞ্জিন স্পেসিফিকেশন

হার্লে ডেভিডসনের অন্যান্য বাইকগুলির মতোই এক্ষেত্রেও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। নাইটস্টার মডেলটিতে তাই চালিকাশক্তি যোগায় ৯৭৫ সিসির ভি-টুইন লিকুইড কুলিং প্রযুক্তি সম্বলিত ইঞ্জিন। যা ৭৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮৮.৫ বিএইচপি শক্তি এবং ৫৭৫০ আরপিএম গতিতে সর্বাধিক ৯৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। সাথে রয়েছে ছয় ধাপযুক্ত গিয়ার বক্স। নির্মাতার দাবি অনুযায়ী এই বাইকটিতে প্রতি ১০০ কিমি পথ পেরোতে সাড়ে পাঁচ লিটার পেট্রোলের প্রয়োজন হয়। অর্থাৎ এর মাইলেজ ১৮ কিমি/লিটার।

সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম

প্রিমিয়াম রেঞ্জের ক্রুজার বাইক হিসেবে এতে ব্যবহৃত হার্ডওয়্যারগুলি যথেষ্ট উন্নতমানের। সাসপেনশনের জন্য সামনের দিকে ব্যবহৃত হয়েছে শোয়া (Showa) থেকে নেওয়া টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক অ্যাবজরভার। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে উভয় চাকাতেই সিঙ্গেল ডিস্ক উপলব্ধ। রাইডারের সুরক্ষার্থে ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং স্লিপার ক্লাচ রয়েছে এই বাইকে। তাছাড়াও রোড, রেইন, স্পোর্ট এই তিন ধরনের রাইডিং মোড সহ একটি অতিরিক্ত কাস্টম মোড মিলবে এতে।

দাম

হার্লে ডেভিডসন নাইটস্টার এর স্ট্যান্ডার্ড মডেলটির এক্স শোরুম মূল্য ১৭.৪৯ লাখ টাকা। তবে অতিরিক্ত ফিচার ও ইকুইপমেন্ট সম্বলিত স্পেশাল এডিশনের মডেলটি কিনতে খরচ হবে ১৮.২৯ লাখ টাকা (এক্স শোরুম)।