Realme C51 বড় ব্যাটারির সাথে বাজারে আসার আগে পেল TRDA থেকে ছাড়পত্র, দাম কত রাখা হবে

Realme একের পর এক C সিরিজের নতুন ফোন বাজারে আনছে। Realme C55, C53 এর পর এবার তারা লঞ্চ করতে চলেছে Realme C51। কিছুদিন আগে এর…

Realme একের পর এক C সিরিজের নতুন ফোন বাজারে আনছে। Realme C55, C53 এর পর এবার তারা লঞ্চ করতে চলেছে Realme C51। কিছুদিন আগে এর কয়েকটি ছবি ফাঁস হয়েছিল। আর আজ ডিভাইসটি TRDA সাইট থেকে ছাড়পত্র লাভ করেছে। এর আগে Realme C51 কে ভারতের BIS, ইন্দোনেশিয়ার TKDN, থাইল্যান্ডের NBTC সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। ফলে বলা যায়, ডিভাইসটির বাজারে আসা এখন কেবল সময়ের অপেক্ষা।

Realme C51 পেল TRDA সার্টিফিকেশন

অন্যান্য সার্টিফিকেশন সাইটের মতো রিয়েলমি সি৫১ কে এখানেও RMX3830 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এই সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে এর আগে ডিভাইসটির কিছু কী ফিচার প্রকাশ্যে এসেছিল।

রিয়েলমি সি৫১ একটি ৪জি ডিভাইস হবে, যা ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট করবে। এছাড়া TUV Rheinland সার্টিফিকেশন সাইট থেকে জানা যায়, এটি ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। আবার এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া Realme C51 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। আর এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির সামনে বড় এইচডি প্লাস ডিসপ্লে দেখা যেতে পারে। আর এটি ৪ বা ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।

রিয়েলমি সি৫১ এর দাম (Realme C51 Expected Price in India)

ভারতে রিয়েলমি সি৫১ এর মূল্য কত ধার্য করা হবে তা এখনও জানা যায়নি। তবে আমাদের অনুমান ফোনটির দাম ১০ হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।