Realme C51: সস্তায় ৮ জিবি র‌্যাম সহ ধামাকা ফোন আনছে রিয়েলমি, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

ভারতে Realme C53 এবং C55 লঞ্চ করার পরে, ব্র্যান্ডটি আগামী দিনে দেশে আরেকটি ডিভাইস উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে, যার নাম Realme C51। সম্প্রতি একটি…

ভারতে Realme C53 এবং C55 লঞ্চ করার পরে, ব্র্যান্ডটি আগামী দিনে দেশে আরেকটি ডিভাইস উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে, যার নাম Realme C51। সম্প্রতি একটি রিপোর্ট এই হ্যান্ডসেটের রেন্ডার এবং কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আবার এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে Realme C51-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ্যে এসেছে। নতুন এই রিয়েলমি ফোনটি কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।

Realme C51-এর স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার পারস গুগলানি টুইটারে প্রকাশ করেছেন যে, আসন্ন রিয়েলমি সি৫১ স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা দুর্দান্ত ভিজ্যুয়াল প্রদান করবে। ডিভাইসটি ইউনিসক টি৬১২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। তবে ব্যবহারকারীরা এতে ৪ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্টও পাবেন।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি সি৫১-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল তৃতীয় একটি লেন্স অবস্থান করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি সি৫১-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ডিভাইসে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করবে।

এছাড়াও, Realme C51-এ সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের মতো বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। C51 4G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) কাস্টম স্কিনে রান করবে। স্মার্টফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক।