মাত্র সাড়ে 7 হাজারে মিলছে 50MP ক্যামেরার এই Realme ফোন, পাবেন 8GB র‍্যামের বিকল্পও

গত বছর পুজোর আগে Realme কোম্পানি iPhone-এর মতো ট্রিপল ক্যামেরা ডিজাইন, বিশাল ব্যাটারি, মিনি ক্যাপসুল ফিচার ইত্যাদি স্পেসিফিকেশনের সাথে তাদের নতুন বাজেট ফোন Realme C51…

গত বছর পুজোর আগে Realme কোম্পানি iPhone-এর মতো ট্রিপল ক্যামেরা ডিজাইন, বিশাল ব্যাটারি, মিনি ক্যাপসুল ফিচার ইত্যাদি স্পেসিফিকেশনের সাথে তাদের নতুন বাজেট ফোন Realme C51 লঞ্চ করে। এই স্মার্টফোনটি কোম্পানির অন্যান্য মডেলের মতোই বাজারে বেশ সাড়াও ফেলে। সেক্ষেত্রে আপনি যদি এখন কম দামে একটি ভালো ফোন কিনতে চান, তাহলে এই Realme C51 আপনার জন্য সঠিক বিকল্প হতে পারে। কারণ, এখন এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ‘Realme Days Sale’-এ MRP-র চেয়ে খানিকটা সস্তায় মিলছে। আসুন তবে, এক নজরে Realme C51-এর দাম, অফার এবং ফিচারগুলি এক নজরে দেখে নিই।

Realme C51-এর মূল্য, অফার এবং প্রাপ্যতা

রিয়েলমি সি৫১ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৮,৯৯৯ টাকা, তবে রিয়েলমি ডেজ সেলে এটি কিনলে ৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে Mobikwik-এর মাধ্যমে পেমেন্ট করলে ৫০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

জানিয়ে রাখি, এই স্মার্টফোনটি কোম্পানির ওয়েবসাইট ছাড়াও জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে। এটি মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক, দুটি কালার অপশনে উপলব্ধ।

Realme C51-এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি৫১ স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৫৬০ নিটস পিক ব্রাইটনেসসহ ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ইউনিসক টি৬১২ প্রসেসর, যার সাথে মিলবে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। আবার ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে ফোনের র‍্যাম ক্যাপাসিটি আরও ৪ জিবি এবং এক্সটার্নাল মেমরি কার্ডের সাহায্যে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানোর বিকল্প থাকবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে আইফোন সদৃশ ৫০ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।