শহরের পর‌ এবার গ্রামেও 5G ট্রায়ালে সফল Airtel, স্পিড মিলেছে ২০০ এমবিপিএস পর্যন্ত

এবার গ্রামাঞ্চলেও পরীক্ষামূলকভাবে সফল 5G ট্রায়াল সম্ভব করে দেখালো এয়ারটেল (Airtel)। এরিকসনের (Ericsson) সাথে যৌথ ব্যবস্থাপনায় দিল্লি/এনসিআর লাগোয়া ভাইপুর ব্রহ্মনন গ্রামে তারা 5G ট্রায়ালের আয়োজন করে। দেশের টেলিকম ডিপার্টমেন্ট প্রদত্ত স্পেক্ট্রাম ব্যবহার করে Airtel ট্রায়ালে অগ্রসর হয়। এখন এর সাফল্য শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ ও তথাকথিত প্রান্তিক অঞ্চলে উচ্চ গতির 5G পরিষেবা সরবরাহের স্বপ্ন দেখাচ্ছে।

আসলে এনহান্সড মোবাইল ব্রডব্যান্ড (Enhanced Mobile Broadband বা eMBB) এবং ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেসের (Fixed Wireless Access বা FWA) মতো প্রযুক্তি ব্যবহার করে আগামীদিনে দ্রুত গতির ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ যে অসম্ভব নয়, Airtel ও Ericsson তাদের যৌথ ট্রায়ালের মধ্যে দিয়ে সেটা স্পষ্ট করে দিয়েছে। এই ট্রায়াল থেকে উঠে আসা ফলাফল অত্যন্ত তাৎপর্যবহ। এক্ষেত্রে 3GPP-অনুবর্তী 5G FWA ডিভাইসে সর্বোচ্চ ২০০ এমবিপিএস (Mbps) স্পীডে 5G অ্যাক্সেসের সুবিধা পাওয়া গিয়েছে। অন্যদিকে 3GPP-অনুবর্তী 5G স্মার্টফোনের ক্ষেত্রে ১০০+ এমবিপিএস (Mbps) গতি মিলেছে।

উল্লেখ্য, এয়ারটেলের আলোচ্য 5G ট্রায়ালের উপযোগী পরিকাঠামোগত সহায়তার জন্য এরিকসন তাদের 3GPP-অনুবর্তী 5G রেডিও প্রযুক্তি ব্যবহার করে। এফডিডি (FDD) স্পেক্ট্রাম ব্যান্ডের পাশাপাশি বরাদ্দ ৩,৫০০ মেগাহার্টজের (MHz) মিড-ব্যান্ড স্পেক্ট্রাম ব্যবহার করে পুরো ট্রায়াল পরিচালনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে দেশের সর্বত্র উন্নত 5G পরিষেবা পৌঁছে দিতে Airtel যে পুরোপুরি তৈরী, সেটা ট্রায়ালের ফলাফলে প্রমাণ হয়ে গিয়েছে।

ট্রায়াল সম্পর্কে বলতে গিয়ে এয়ারটেলের সিটিও (CTO) রণদীপ সিংহ সেখনের মন্তব্য, “দেশে প্রথম 5G নেটওয়ার্ক এবং 5G ক্লাউড গেমিং অভিজ্ঞতা প্রদানের পর প্রান্তিক অঞ্চলে সফলভাবে 5G ট্রায়াল আয়োজন করতে পেরে আমরা গর্বিত।….5G প্রযুক্তি নিয়ে আসার সম্মুখসারিতে উপস্থিত থেকে আগামীদিনেও আমরা Ericsson -কে সঙ্গে নিয়ে কাজ করবো।”

অন্যদিকে এরিকসনের পক্ষ থেকে এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডিজিটাল ইন্ডিয়া মিশনের (Digital India Mission) কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার গৃহীত এই উদ্যোগ সফল করতে Ericsson ও Airtel -এর 5G ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে সংস্থার প্রতিনিধিরা যথেষ্ট প্রত্যয়ী। তাছাড়া উচ্চ গতির 5G পরিষেবার আগমন দেশের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রেও যে বহু বদল এনে দেবে সেটা নিয়েও তাদের মধ্যে কোন সংশয় নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন