Realme C55 মাত্র 10999 টাকায় ভারতে লঞ্চ হল, রয়েছে 16 জিবি ভার্চুয়াল র‌্যাম ও 64MP ক্যামেরা

Realme C55 ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে

Realme C55 প্রত্যাশামতো আজ ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে। এর আগে ডিভাইসটি ইন্দোনিশায় আত্মপ্রকাশ করেছিল। ফিচারের কথা বললে, বাজেট রেঞ্জে আসা Realme C55 ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন ফোনটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme C55 Price in India, Sale Date : রিয়েলমি সি৫৫ দাম ও সেলের তারিখ

ভারতে রিয়েলমি সি৫৫ এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা । আবার এর ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১৩,৯৯৯ টাকা। আগামী ২৮ মার্চ ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর সেল শুরু হবে।

Realme C55 Specifications and Features : রিয়েলমি সি৫৫ স্পেসিফিকেশন ও ফিচার

Realme C55 ফোনে আছে ৬.৫২-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ গ্রাফিক্স সহ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Realme C55 ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরা পোট্রেট মোড এ নাইট ক্যামেরা সেটআপ সাপোর্ট করবে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ২৭ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে। আবার সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।