পাঁচ ঘন্টায় বিক্রি 1 লক্ষ Realme C55 স্মার্টফোন, আজ নতুন কালারের সাথে লঞ্চ হল, দাম মাত্র 10999 টাকা

চীনা ব্র্যান্ড Realme বাজেট স্মার্টফোনের মাধ্যমে ভারতের বাজারে নিজেদের জায়গা করে নিয়েছে এবং তাদের সি-সিরিজের ফোনগুলি এদেশে বেশ জনপ্রিয়। গত মাসেই সংস্থাটি কম দামে দুর্দান্ত ডিজাইন এবং চমৎকার ফিচারের সাথে ভারতে Realme C55 লঞ্চ করে, যা ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে। তবে এই জনপ্রিয়তা আর বাড়াতে Realme এখন এই ফোনের নতুন রেইনফরেস্ট (Rainforest) কালার ভ্যারিয়েন্ট নিয়ে আসলো।

আপনাকে জানিয়ে রাখি, প্রথম সেলে পাঁচ ঘন্টার মধ্যে Realme C55 স্মার্টফোনটির এক লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়ে যায়। শুধু তাই নয়, বাজারে আসার আগে এর ৬৬ হাজারেরও বেশি ইউনিট প্রি-অর্ডার করা হয়, যা কোম্পানির সাশ্রয়ী মূল্যের সি-সিরিজের জন্য একটি নতুন রেকর্ড তৈরি করে। লঞ্চের সময় Realme C55-এর দুটি কালার অপশন ছিল – সানশাওয়ার এবং রেইন নাইট। তবে এখন থেকে রেইনফরেস্ট কালারেও এটি পাওয়া যাবে।

অ্যানিভার্সারি সেলে সস্তায় কিনুন Realme C55

রিয়েলমি ভারতে তাদের ব্যবসার পাঁচ বছর পূর্ণ করার জন্য বিশেষ অ্যানিভার্সারি সেল নিয়ে হাজির হয়েছে। Realme C55 এর প্রাথমিক মূল্য ১২,৯৯৯ টাকা, তবে সেলে এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে ১০,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। এর অন্যান্য ভ্যারিয়েন্টেও ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। 

আবার ব্যাঙ্ক অফারের কথা বললে, এসবিআই ডেবিট কার্ড, এসবিআই ক্রেডিট কার্ড বা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলবে। আর যারা পুরানো ফোন এক্সচেঞ্জ করবেন, তাঁরা সর্বোচ্চ ১০,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। 

Realme C55 এর বিশেষত্ব

রিয়েলমির এই বাজেট ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আর পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ও ৮ জিবি পর্যন্ত র ্যাম পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমিইউআই কাস্টম স্কিনে চলে

ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি৫৫ এর রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসা এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।