আগামী জুনে আসবে Samsung Galaxy Z Fold 3, বন্ধ হতে পারে Galaxy Note সিরিজ

আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকেই Samsung নতুন একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। দক্ষিণ কোরিয়ান সংবাদসংস্থা Aju News কর্তৃক প্রকাশিত প্রতিবেদন মারফত এমনটাই জানা গেছে। সেখানে বলা হয়েছে, Samsung ২০২১ সালের জুন মাসেই Galaxy Z Fold 3 লঞ্চ করবে। ফোনটির চূড়ান্ত প্রোডাশান মডেলের ওপরেও স্যামসাং কাজ আরম্ভ করে দিয়েছে। রিপোর্টে এও দাবী করা হয়েছে, স্যামসাং তার Note সিরিজ নিয়ে আর এগোতে ইচ্ছুক নয়।

আগস্ট মাস থেকেই অবশ্য শোনা যাচ্ছিল, Note সিরিজে নতুন কোনো ফোন আর লঞ্চ হবে না। কারণ Note সিরিজের পরিবর্তে স্যামসাংয়ের S সিরিজের পরবর্তী ফ্লাগশিপ ফোনগুলি স্ট্যাইলাস পেনের সাথে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S21 Ultra ফোনটিতে S পেন সাপোর্ট থাকবে। কিন্তু এর জন্য ফোনটিতে ডেডিকেটেড স্লট থাকবে না। Samsung সেটি অ্যাক্সেসরি হিসেবে অফার করতে পারে।

এদিকে স্যামসাংয়ের আসন্ন Galaxy Z Fold 3 (অফিসিয়াল নাম নয়) ফোনটিও স্ট্যাইলাস পেনের সাথে লঞ্চ করা হবে এবং তার জন্য নির্দিষ্ট স্লট থাকবে বলে জানা গেছে। তাই S21 Ultra এবং Galaxy Z Fold 3 S পেন সাপোর্টের সাথে লঞ্চ করলে স্যামসাং Note সিরিজের প্রোডাকশান একেবারেই বন্ধ করে দিতে পারে।

ইতিমধ্যে ফোল্ডেবল ডিসপ্লের ফ্লাগশিপ ফোন Galaxy Z Fold 3 নিয়ে স্বল্প কিছু তথ্যও প্রকাশ হয়েছে। যেমন Galaxy Z Fold 3 ফোনে ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা থাকবে। স্যামসাং এর জন্য একধরনের স্ক্রিন টেকনোলজি ব্যবহার করেছে যা সেলফি ক্যামেরার আলোকগ্রহণ ক্ষমতা আরও বৃদ্ধি করবে। ফলে উন্নতর কোয়ালিটির ফোটো ক্যাপচার করা সম্ভব হবে। এই ফোনের জন্য Samsung তার সাবসিডারি সংস্থা Dowoo Insys-এর সাথে হাত মিলিয়ে সেকেন্ড জেনারেশন UTC  (Ultra Thin Glass) ডেভলপ করেছে। যার জন্য Galaxy Z Fold 3 ফোনে S পেন সাপোর্ট রাখা সম্ভব হয়েছে।