Xiaomi এর 67W ফাস্ট চার্জার Mi SonicCharge 3.0-এর দাম ফাঁস হল, ল্যাপটপও চার্জ করা যাবে

Xiaomi Mi SonicCharge 3.0 ফাস্ট চার্জার আগামীকাল ভারতে লঞ্চ হবে। এই চার্জিং এডাপ্টরের মেইন হাইলাইট ৬৭ ওয়াট চার্জিং সিস্টেম। তবে শাওমিপ্রেমীরা কাল পর্যন্ত অপেক্ষা করতে অনিচ্ছুক। লাইভ ছবি ও দাম আজই জানতে হবে৷ এমনই মিশন নিয়ে ইন্টারনেটের এধার-ওধার চষে ফেলছে তারা। পরিশ্রম অবশ্য বৃথা গেল না। দাম-সহ শাওমি এমআই সনিকচার্জ ৩.০ চার্জিং এডাপ্টরের ছবি নির্মল টিভি নামে এক টুইটার ব্যবহারকারী শাওমি ফ্যানদের সাথে ভাগ করে নিলেন।

Xiaomi Mi SonicCharge 3.0 দাম

টুইট করার কয়েকমিনিট পরেই নির্মল টিভি সেটি ডিলিট করে ফেলে। তবে মুছে ফেলার আগে আরেকজন টিপস্টার সেটির স্ক্রিনশন নিয়ে ফেলে। সেটিই এখন ভাইরাল৷ ওই টুইট অনুযায়ী, শাওমি এমআই সনিকচার্জ ৩.০ চার্জিং এডাপ্টরের দাম ১,৯৯৯ টাকা রাখা হবে।

Xiaomi Mi SonicCharge 3.0 লাইভ ইমেজ

শাওমি এমআই সনিকচার্জ ৩.০ চার্জিং এডাপ্টর সাইজের দিক থেকে কমপ্যাক্ট। উপরের দিকে লেখা ৬৭ ওয়াট। চার্জারটি সাদা রঙের। শাওমির অন্যান্য গ্যাজেটের মতো এটি রিটেল প্যাকেজিং-সহ আসবে। রিটেল বক্সে চার্জারটির তিনটি ফিচারের কথা উল্লেখ করা হয়েছে।

Xiaomi Mi SonicCharge 3.0 ফিচার

শাওমি এমআই সনিকচার্জ ৩.০ চার্জিং এডাপ্টর কোয়ালকম কুইক চার্জিং ৩.০ চার্জিং স্ট্যান্ডার্ড সাপোর্ট করবে। এর সাথে আসা টাইপ সি কেবলের দৈর্ঘ্য ১ মিটার৷ স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ সহ  টাইপ-সি কেবল সাপোর্ট করে এমন ডিভাইসাশাওমি এমআই সনিকচার্জ ৩.০ চার্জিং এডাপ্টর দিয়ে চার্জ দেওয়া যাবে।

শাওমির দাবি, এটি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের (এমএএইচ) স্মার্টফোন ৩০ মিনিটে সম্পূর্ণ চার্জ করে দেয়। ফলে শাওমি এমআই ১১ আল্ট্রা ব্যবহারকারীরা এই চার্জার কিনে আধ ঘন্টাতেই ব্যাটারি ফুল চার্জ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন