EV Charging Stations: বৈদ্যুতিক গাড়ি চার্জের জন্য রাজধানীতে 1400 এর বেশি চার্জিং স্টেশন তৈরি হল

দিল্লি সরকার এবং টাটা পাওয়ার (TATA Power)-এর জয়েন্ট ভেঞ্চার (সম্মিলিত সংস্থা) টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেড (TPDDL) রাজ্যে ১,৪০০-এর উপরে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পয়েন্ট নির্মাণ করেছে। একটি ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, এর মধ্যেই তাঁরা দিল্লিতে আরও কয়েকটি পাবলিক (জনসাধারণের ব্যবহারের জন্য) ইভি চার্জিং স্টেশন তৈরি করতে চলেছে।

এই চার্জিং স্টেশনগুলিতে সমস্ত রকম যানবাহনই চার্জ করা যাবে, যার মধ্যে দুই এবং তিন চাকার বৈদ্যুতিক গাড়িও রয়েছে। টিপিডিডিল (TPDDL) বর্তমানে উত্তর দিল্লির এক সংস্থার সাথে আগামী কয়েক মাসের মধ্যে ৫০টি পাবলিক চার্জিং পয়েন্ট গড়ে তোলার জন্য কাজ করছে।

এই প্রসঙ্গে টিপিডিডিল এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক গণেশ শ্রীনিবাসন (Ganesh Srinivasan) বলেছেন, “আমরা ইতিমধ্যেই ৫০টি ইলেকট্রিক ভেহিকেল বা ইভি পাবলিক চার্জার (যার মধ্যে ন’টি সংস্থার এক্তিয়ারের মধ্যে), ১,৪০০টি হোম (প্রাইভেট) চার্জার তৈরি করেছি। আমরা এখন আমাদের লাইসেন্সপ্রাপ্ত এলাকাগুলিতে ২-৩ দুটি চার্জিং স্টেশন বসানোর জন্য ৫০টি সেরা আবাসিক কল্যাণ সমিতি বা রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RWA)-এর খোঁজে রয়েছি।”

বর্তমানে টিপিডিডিল এই চার্জিং স্টেশন তৈরির জন্য সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার সাথেই কাজ করছে। সংস্থাটি এই মর্মে নিজেদের জমি ভাড়া দিতেও ইচ্ছুক। প্রধানত ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরির জন্যই জমি ভাড়া দিতে চাইছে তাঁরা। এই প্রসঙ্গে শ্রীনিবাসন বলেছেন, এই ব্যাটারি সোয়াপিং স্টেশনগুলি থেকে দুই এবং তিন চাকার গাড়িতে (যার মধ্যে রয়েছে ই-রিকশা) পরিষেবা পাওয়া যাবে এবং এসি/ডিসি যেকোনো ধরনের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সুবিধা থাকবে।

এছাড়াও সংস্থাটি ওপেক্স (OPEX) মডেল নিয়ে কাজ করছে। যেখানে ইভি চার্জার বসানোর জন্য কোনো ব্যক্তির জমি ভাড়া নেওয়া হয়। অন্যদিকে জমির মালিককে বিদ্যুতের খরচ বাবদ সমপরিমাণ অর্থ মিটিয়ে দেওয়া হয়। এর ফলে রাজ্যে চার্জিং স্টেশনের সংখ্যা ক্রমশই বাড়ছে।

প্রসঙ্গত, গত বছর দিল্লি সরকার নতুন ইভি পলিসি নিয়ে এসেছিল। তাতে রাজ্যের বাসিন্দাদের আরও বেশি পরিমাণে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের জন্য ভর্তুকি বা ছাড় দেওয়ার কথা হয়েছিল। ফলস্বরূপ এ বছর দিল্লিতে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে মোট বিক্রি হওয়া গাড়ির ৯% হচ্ছে বৈদ্যুতিক যানবাহন। এবং আগামী দিনে বৈদ্যুতিক গাড়ি সংখ্যা কমপক্ষে ছয় গুণ বাড়বে বলে আশাবাদী দিল্লি সরকার।