Realme c61 launched in india price sale date offer announced check specifications

Realme C61 ভারতে লঞ্চের আগেই দাম ও সেলের তারিখ ফাঁস, ১০ হাজার টাকার কমে পাবেন খাস ফিচার

Realme বর্তমানে তাদের লেটেস্ট বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন Realme C61 এর লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যদিও এতদিন ডিভাইসটির আগমনের নির্দিষ্ট তারিখ জানা সম্ভব হচ্ছিলো না। তবে আজ সংস্থার তরফে এই আপকামিং C-সিরিজের হ্যান্ডসেটের লঞ্চের তারিখ ঘোষণা করলো। এটি আগামী ২৮শে জুন দুপুর ১২টায় এদেশে আত্মপ্রকাশ করবে। লঞ্চ তারিখের পাশাপাশি Realme C61 এর দাম, সেল অফার ও স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্যও ফাঁস হয়েছে। জানা গেছে Realme C61 -এর দাম ১০,০০০ টাকার কম থাকবে। আর এটি – দুর্দান্ত পারফরম্যান্স, স্টাইলিশ তথা টেকসই ডিজাইন এবং উচ্চমানের ইমেজিং কোয়ালিটি অফার করবে।

Realme C61 স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন

Realme C61 স্মার্টফোনে Unisoc T612 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে, যা স্মুথ মাল্টিটাস্কিং এবং দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে হয়তো।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য ব্যবহারকারীরা এই হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। এই সেন্সর ওয়াইড এবং প্রাণবন্ত ছবি তোলার জন্য বিশেষভাবে ডিজাইন করা। সর্বোপরি দিন হোক বা রাত, উন্নত অ্যালগরিদম এবং নাইট মোড ফিচারের সাথে এই ফোনে হাই-কোয়ালিটির ছবি ক্যাপচার করা সম্ভব হবে৷

সংস্থাটি তাদের আপকামিং Realme C61 ফোনের সাথে আর্মরসেল (ArmorShell) প্রোটেকশন প্রবর্তন করবে বলে নিশ্চিত করেছে, যা আট-স্তরীয় কাঠামোর সাথে ডিভাইসকে আরো টেকসই করে তুলবে। এক্ষেত্রে আর্মরসেল প্রটেকশনের সাথে ফোনটি – ড্রপ, বেন্ড (বেঁকে যাওয়া) এবং স্ক্র্যাচ প্রতিরোধী হয়ে উঠবে। হ্যান্ডসেটটি টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়াবিলিটি সার্টিফাইড হবে। আর ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP54 রেটিং সহ আসবে বলে জানা গেছে।

Realme C61 ফোনের দাম

রিয়েলমি সি৬১ লঞ্চের দিন অর্থাৎ ২৮শে জুন দুপুর ১২টা থেকেই সংস্থার ওয়েবসাইট (realme.com), ফ্লিপকার্ট (Flipkart) এবং মেইনলাইন চ্যানেলগুলির মাধ্যমে প্রথমবার সেলে কেনার জন্য উপলব্ধ হবে।

জানা গেছে, এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। যার মধ্যে বেস ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হবে ৭,৬৯৯ টাকা। আবার ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ৭,৯৯৯ টাকা ও ৮,৪৯৯ টাকা রাখা হবে। এটি দুটি আকর্ষণীয় কালার অপশনে কেনা যাবে, যথা – সাফারি গ্রিন এবং মার্বেল ব্ল্যাক।

Realme C61 এর সাথে পাওয়া যাবে এই সেল অফার

যেসকল ক্রেতারা অফলাইনে Realme C61 কিনতে চাইবেন, তাদের জন্য অনলাইনের অনুরূপ দাম ও অফার অফলাইন রিটেল চ্যানেলগুলিতে উপলব্ধ থাকবে। এক্ষেত্রে আপনারা – ICICI, SBI এবং HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাবেন৷