Realme c63 launched in india under price rs 9000 with 50 megapixel camera specifications

Realme C63: ৯ হাজার টাকার কমে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি, রয়েছে দুর্দান্ত ক্যামেরা ও বড় ব্যাটারি

আজ অর্থাৎ ১লা জুলাই ভারতে আত্মপ্রকাশ করলো রিয়েলমি সি৬৩। এটি একটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট, যার দাম ৯,০০০ টাকারও কম রাখা হয়েছে। বিশেষত্বের কথা বললে, এই ফোনে – ৪৫ ওয়াট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। আবার একটি সাশ্রয়ী মূল্যের মোবাইল হওয়া সত্ত্বেও এতে লেদার ফিনিশিং ব্যাক ডিজাইন লক্ষণীয়। চলুন রিয়েলমি সি৬৩ ৪জি ফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

রিয়েলমি সি৬৩ স্মার্টফোনের দাম ও লভ্যতা

এদেশের বাজারে রিয়েলমি সি৬৩ ফোন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। যার দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি – লেদার ব্লু এবং জেড গ্রিন কালারে পাওয়া যাবে।

আগ্রহীরা আগামী ৩রা জুলাই থেকে সংস্থার ওয়েবসাইট (Realme.com), ফ্লিপকার্ট এবং মেইনলাইন চ্যানেলগুলির মাধ্যমে হ্যান্ডসেটটি কিনতে পারবেন।

রিয়েলমি সি৬৩ স্মার্টফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি সি৬৩ ফোনে ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৪৫০ নিট পিক ব্রাইটনেস, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৯০.৩% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লে ‘রেইন ওয়াটার স্মার্ট টাচ’ প্রযুক্তির সাথে এসেছে। ফলে বর্ষাকালে বা বাথরুমের মতো স্যাঁতসেঁতে পরিবেশে ফোনটির স্ক্রিন স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা যাবে। এতে অক্টা-কোর ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। এই ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে।

রিয়েলমি সি৬৩ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। সহায়ক লেন্সের রেজোলিউশন এখনো অজানা। ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তদুপরি রিয়েলমি ব্র্যান্ডের এই লেটেস্ট ৪জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর রিটেল বক্সে চার্জার অ্যাডাপ্টর সামিল থাকবে। পরিশেষে ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য রিয়েলমি সি৬৩ আইপি৫৪ রেটিং প্রাপ্ত।