Realme C65: রিয়েলমির নতুন চমক, এবার সস্তা স্মার্টফোনেও 45W ফাস্ট চার্জিং

সম্প্রতি জানা গেছে যে রিয়েলমি (Realme) তাদের C-সিরিজের অধীনে একটি নতুন সাশ্রয়ী স্মার্টফোনের ওপর কাজ করছে, যার নাম Realme C65। ইতিমধ্যেই এটি সংযুক্ত আরব আমিরশাহীর…

সম্প্রতি জানা গেছে যে রিয়েলমি (Realme) তাদের C-সিরিজের অধীনে একটি নতুন সাশ্রয়ী স্মার্টফোনের ওপর কাজ করছে, যার নাম Realme C65। ইতিমধ্যেই এটি সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA), টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland), ক্যামেরা এফভি-৫ (Camera FV-5) এবং ইউরোপের ইইসি (EEC) সহ একাধিক সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে। আর এখন, Realme C65 ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে, যা ফোনটির আসন্ন গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

Realme C65 পেল SDPPI-এর অনুমোদন

RMX3910 মডেল নম্বর সহ রিয়েলমি সি৬৫ ইন্দোনেশিয়ার এসডিপিপিআই ডেটাবেসে 97918/SDPPI/2024 সার্টিফিকেট নম্বরের অধীনে তালিকাভুক্ত হয়েছে৷ যদিও এটি রিয়েলমি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু প্রকাশ করে না, তবে ইন্দোনেশিয়ার বাজারে আগমনের জন্য সবুজ সংকেত দেখিয়েছে। ফোনটিতে ৪,৮৮০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যেটিকে সম্ভবত ৫,০০০ এমএএইচ হিসাবে বাজারজাত করা হবে। এছাড়াও, ব্যাটারিটি ৪৫ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং অফার করবে।

ক্যামেরা এফভি-৫-এর লিস্টিংটি নিশ্চিত করেছে যে, রিয়েলমি সি৬৫-এর রিয়ার ক্যামেরায় ২৬.৭ মিলিমিটার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, ৩.৯ মিলিমিটার ফিজিক্যাল ফোকাল লেন্থ এবং এফ/১.৮ অ্যাপারচার থাকবে। এতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট এবং ৬৮.১ ডিগ্রির হরাইজন্টাল ফিল্ড-অফ-ভিউ ও ৫৩.৭ ডিগ্রির ভার্টিক্যাল ফিল্ড-অফ-ভিউ অফার করবে।

উল্লেখ্য, এই ক্যামেরা বৈশিষ্ট্যগুলি Realme C67-এর মতোই, যা গত বছর ডিসেম্বরে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে লঞ্চ হয়েছিল। এই ডিভাইসটি ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল অফার করে। ফোনটির 4G ভ্যারিয়েন্ট Qualcomm Snapdragon 685 প্রসেসর সহ এসেছে, যেখানে 5G মডেলটি MediaTek Dimensity 6100 চিপ অফার করে।