Categories: Mobiles

Realme C65 দশ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল, রয়েছে এয়ার জেসচার সহ আরও অনেক কিছু

Realme আজ ভারতের বাজারে একটি নতুন C-সিরিজের স্মার্টফোন লঞ্চ করলো। নয়া Realme C65 5G -এর দাম এদেশে 10,499 টাকা থেকে শুরু হচ্ছে। এটি সংস্থার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G-এনাবল হ্যান্ডসেট হিসাবে এসেছে। ফিচার হিসাবে এতে রেইনওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তি সহ HD+ LCD ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 5,000 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি একটি সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে এয়ার জেসচার, ডায়নামিক বাটন, 6 জিবি পর্যন্ত ডাইনামিক র‌্যাম ফিচার সাপোর্ট করে। চলুন Realme C65 5G স্মার্টফোনের দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভারতে Realme C65 5G দাম, লভ্যতা ও সেল অফার

ভারতে রিয়েলমি সি65 5জি ফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। যার মধ্যে 4 জিবি র‌্যাম + 64 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম 10,499 টাকা রাখা হয়েছে। আবার উচ্চতর 4 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে 11,499 টাকা এবং 12,499 টাকা। এটি – ফেদার গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক কালার বিকল্পে পাওয়া যাবে। আগ্রহীদের জানিয়ে রাখি, হ্যান্ডসেটটি আজ বিকাল 4টে থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং রিয়েলমি ই-স্টোর থেকে পাওয়া যাবে।

এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। এটির 4 জিবি র‌্যাম+64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ফ্লাট 500 টাকা ছাড় দেওয়া হবে। তবে টপ-এন্ড 6 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজ অপশনের সাথে ক্রেতারা পেয়ে যাবেন দ্বিগুন অর্থাৎ পুরো 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Realme C65 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি65 5জি ফোন ‘লাইট ফেদার’ ডিজাইনের সাথে এসেছে। এতে রয়েছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন যুক্ত 6.67-ইঞ্চির এইচডি প্লাস (1604×720 পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি – 264 পিপিআই পিক্সেল ডেনসিটি, 120 হার্টজ রিফ্রেশ রেট, 625 নিট HBM ব্রাইটনেস এবং 1500:1 কনট্রাস্ট রেশিও অফার করে। ডিসপ্লেটি রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচারও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং মালি জি57 জিপিইউ সমন্বিত। আবার স্টোরেজ হিসাবে 6 জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং সর্বোচ্চ 128 জিবি UFS 2.2 রম পাওয়া যাবে। এই ফোন 6 জিবি পর্যন্ত ডাইনামিক র‌্যাম ফিচার সাপোর্ট করে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Realme C65 5G ফোনে LED লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল – 50 মেগাপিক্সেল Samsung JN1 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এদিকে ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার বর্তমান। এর অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই হ্যান্ডসেটে – এয়ার জেসচার, ডায়নামিক বাটন, মিনিক্যাপসুল 2.0, 48-মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশনের সুবিধা উপলব্ধ। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 5 802.11 এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ 5.3, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু, ইউএসবি 2.0 পোর্ট এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত৷ আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Realme C65 5G ফোনে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে। IP54 রেটিং প্রাপ্ত এই ফোনের পরিমাপ 165.6×76.1×7.89 মিমি এবং ওজন 190 গ্রাম।

Subhadip Dasgupta

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

46 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago