৭ হাজার টাকা থেকে Realme 5G ও 4G ফোন, আজ থেকে শুরু রিয়েলমি ডেজ সেল

Realme তাদের ভারতীয় ওয়েবসাইটে (realme.com) আজ অর্থাৎ ৮ই নভেম্বর থেকে চালু করল Realme Days Sale। এই সেল আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়কালে আপনারা বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জের রিয়েলমি 4G অথবা 5G কানেক্টিভিটির স্মার্টফোনের সাথে বাম্পার ডিসকাউন্ট পেয়ে যাবেন। শুধু তাই নয়, পেমেন্ট করার সময় যদি আপনারা যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে নির্বাচিত কয়েকটি মডেলের ক্ষেত্রে অতিরিক্তভাবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হস্তগত করতে পারবেন। এখন আসুন Realme Days Sale -এ কোন কোন স্মার্টফোনকে কত দামে বিক্রি করা হচ্ছে দেখে নেওয়া যাক।

Realme Days Sale -এ উপলব্ধ স্মার্টফোনের উপর অফার

চলমান রিয়েলমি ডেজ সেলে, Realme 9 স্মার্টফোনের সাথে ফ্লাট ২,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার দরুন এটিকে এখন ১৬,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে। এই মডেলটিকে কেনার ক্ষেত্রে পাওয়া যাবে, ৫৪০ টাকা পর্যন্ত রিয়েলমি কয়েন ডিসকাউন্টের সুবিধা। এই একই সিরিজের Realme 9 5G ফোনকে ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে এবং এর সাথে ৪৮০ টাকা পর্যন্ত রিয়েলমি কয়েন ডিসকাউন্ট উপলব্ধ। আবার ১৪,৯৯৯ টাকা দামের Realme 9i 5G ফোনকে ফ্লাট ১,০০০ টাকা ডিসকাউন্ট সহ ১৩,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আর আপনারা যদি একটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট কিনতে চান, তবে Realme C30s মডেলটিকে ৫০০ টাকা ছাড়ের পর ৭,৪৯৯ টাকার বদলে ৬,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন।

রিয়েলমি তাদের GT NEO-সিরিজের দুটি মডেলের সাথেও অফার দিচ্ছে। যেমন, Realme GT NEO 3 স্মার্টফোনকে সেলে ৩৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে এবং এর সাথে ১,২৯০ টাকা পর্যন্ত রিয়েলমি কয়েন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অন্যদিকে, ২৯,৯৯৯ টাকা দামের Realme GT NEO 3T 80W মডেলটির সাথে এখন ৫,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন আপনারা। যার পর এটিকে কিনতে ব্যয় করতে হবে ২৪,৯৯৯ টাকা।

প্রিমিয়াম এবং হাই-মিড রেঞ্জের অধীনে আসা আরো কয়েকটি হ্যান্ডসেটকে আপনারা ‘রিয়েলমি ডেজ’ সেলে ডিসকাউন্টে পেয়ে যাবেন। যেমন, Realme GT 5G ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর Realme GT 2 এবং Realme GT 2 Pro মডেল দুটিকে যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা ও ৪৯,৯৯৯ টাকায় কেনা যাবে সেল থেকে।

‘রিয়েলমি ডেজ’ সেলের অন্যতম একটি আকর্ষণীয় ক্যাটাগরি হল ‘নারজো ট্রেন্ডিং ডিলস’ (Narzo Trending Deals)। যার অধীনে নারজো-লাইনআপের একাধিক ৪জি তথা ৫জি হ্যান্ডসেটকে ছাড় সহ তালিকাভুক্ত করা হয়েছে। যেমন – Realme narzo 30 5G ফোনের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে সেলে। এটি প্রিপেইড অর্ডার করার ক্ষেত্রে ৩,৫০০ টাকার অফ দেওয়া হবে এবং চেকআউটের সময়ে ৪৫০ টাকা পর্যন্ত কয়েন ডিসকাউন্টের জন্য এপ্লাই করা যাবে। Realme narzo 50 এবং Realme narzo 50i স্মার্টফোন দুটিকে যথাক্রমে ১০,৯৯৯ টাকা (২,০০০ টাকা অফ) ও ৬,৯৯৯ টাকা (৫০০ টাকা অফ) খরচ করে আপনারা নিজের নামে করতে পারবেন।

এছাড়া, ১১,৪৯৯ টাকা দামের Realme narzo 50A Prime স্মার্টফোনকে ১,০০০ টাকা ডিসকাউন্ট সহ ১০,৪৯৯ টাকায় কেনা সম্ভব। আর ফ্লাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে Realme narzo 50 5G ফোনকে ১৫,৯৯৯ টাকার বদলে ১৩,৯৯৯ টাকায় এবং Realme narzo 50 Pro 5G মডেলটিকে ২১,৯৯৯ টাকার পরিবর্তে ১৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। উভয় ডিভাইসের সাথেই ২২০ টাকা পর্যন্ত কয়েন ডিসকাউন্ট প্রযোজ্য।