এত কম দাম! Realme Dizo GoPods D ইয়ারবাড ও Dizo Wireless নেকব্যান্ড ভারতে লঞ্চ হল

চলতি বছরের গোড়ার দিকে Realme, Dizo নামে একটি নতুন টেকলাইফ ব্র্যান্ডকে লঞ্চ করার ঘোষণা করেছিল। রিয়েলমি জানিয়েছিল, তাদের এই নতুন সাব-ব্র্যান্ডটি, টেক AIoT (Artificial Intelligence of Things) ক্যাটাগরির প্রোডাক্টগুলিকে অতিশয় সাশ্রয়ী মূল্যের সাথে নিয়ে আসবে। সেক্ষেত্রে ব্র্যান্ডটি গতকাল দুটি নতুন অডিও প্রোডাক্ট ভারতে লঞ্চ করেছে। রিয়েলমি ডিজো-র অডিও সেগমেন্টের অধীনে লঞ্চ হওয়া এই প্রথম দুটি ডিভাইস হলো – Realme Dizo GoPods D এবং Dizo Wireless। এর মধ্যে রিয়েলমি ডিজো গোপডস ডি TWS ইয়ারবাডটিতে, IPX4 রেটিং, ব্লুটুথ ৫.০, গুগল ফাস্ট পেয়ার টেকনোলজি, একটি ১০ মিমি ড্রাইভার এবং এনভায়রোমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) ফিচার পাওয়া যাবে। অন্যদিকে ডিজো ওয়্যারলেস নেকব্যান্ডটিতে, ৮৮ এমএস লো-লেটেন্সি যুক্ত গেমিং মোড, ১১.২ মিমি দৈর্ঘ্যের ড্রাইভার, বেস বুস্ট প্লাস অ্যালগরিদম এবং ম্যাগনেটিক ফাস্ট পেয়ার টেকনোলজি বর্তমান। উৎকর্ষমানের সাউন্ড কোয়ালিটির সাথে আসা এই দুটি ডিভাইসের দাম থাকছে ২,০০০ টাকারও কম। তাহলে আসুন রিয়েলমি ডিজো গোপডস ডি ইয়ারবাড এবং ডিজো ওয়্যারলেস নেকব্যান্ডের ফিচার ও দাম জেনে নেওয়া যাক।

Realme Dizo GoPods D ইয়ারবাড ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি ডিজো গোপডস ডি ইয়ারবাডটি ওজনে খুবই হালকা। এটির চার্জিং কেসের ওজন ৩৯ গ্রাম এবং ইয়ারবাডগুলির স্বতন্ত্র ওজন ৪.১ গ্রাম। তাই আপনি স্বাচ্ছন্দ্যের সাথে প্রতিদিন এটিকে ব্যবহার করতে পারবেন। এই নয়া TWS মডেলটিকে সিলিকন ইয়ার-টিপ এবং ইন-ইয়ার ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে, যা দীর্ঘক্ষণ পরে থাকার ক্ষেত্রে ভালো গ্রিপ দেবে। অডিও কোয়ালিটির কথা বললে এটিতে, উৎকর্ষ মানের বেস বুস্ট প্লাস (Bass Boost+) অ্যালগরিদম টেকনোলজি, Peak+ TPU পলিমার কম্পোসিট ডায়াফ্রাম (polymer composite diaphragm) সহ একটি ১০ মিমি দৈর্ঘ্যের ড্রাইভার রয়েছে। যা ডীপ ব্যাস যুক্ত পরিষ্কার ও উন্নত মানের সাউন্ড সরবরাহ করবে। অন্যদিকে, ইয়ারবাডটিতে একটি বিশেষ গেম মোড থাকছে, যা ১১০ এমএস লো-লেটেন্সি অফার করবে। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে, এনভায়রোমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC), IPX4 রেটিং, ব্লুটুথ ৫.০ এবং গুগল ফাস্ট পেয়ার টেকনোলজি সামিল থাকছে।

Realme Dizo GoPods D অডিও ডিভাইসটিতে একটি টাচ কন্ট্রোল প্যানেল পাওয়া যাবে। এটিকে ডাবল-ট্যাপ করে ইউজাররা ভয়েস কল রিসিভ বা রিজেক্ট করতে এবং মিউজিক প্লে (play) বা পজ (pause) করতে পারবেন। আর ইউজাররা যদি ট্র্যাক পরিবর্তন করতে চান তাহলে তাদের, ট্রিপল-ট্যাপ করতে হবে। তদুপরি, রিয়েলমি লিঙ্ক অ্যাপ (Realme Link app) -এর মাধ্যমে আপনারা ইয়ারবাডটির সেটিংস কাস্টমাইজ এবং ফার্মওয়্যার আপডেট করতে পারবেন।

এবার আসা যাক ব্যাটারি লাইফের প্রসঙ্গে। ডিভাইসটির চার্জিং কেসে ৪০০mAh পাওয়ারের ব্যাটারি এবং প্রতিটি ইয়ারবাডে ৪০mAh পাওয়ারের ব্যাটারি আছে। Realme Dizo GoPods D নয়া ইয়ারবাডটি একক চার্জে একটানা ২০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করবে, বলে ডিজো দাবি করেছে। এছাড়া, ডিভাইসটির বাডগুলি একক চার্জে স্বতন্ত্রভাবে ৫ ঘন্টার ব্যাটারি লাইফ অফার করবে। ডিজো গোপডস ডি ইয়ারবাডটি কুইক চার্জিং সাপোর্ট সহ এসেছে, যা ১০ মিনিটের স্বল্প চার্জে ১২০ মিনিট পর্যন্ত প্লেব্যাক দেবে।

Realme Dizo GoPods D ইয়ারবাড দাম ও লভ্যতা

ভারতে ডিজো গোপডস ডি ইয়ারবাডটির দাম, ১,৫৯৯ টাকা ধার্য করা হয়েছে। তবে প্রথম সেলে আগ্রহীরা এটিকে ১,৩৯৯ টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন। ব্ল্যাক এবং ওয়াইট কালারের সাথে আসা এই অডিও প্রোডাক্টটিকে ১৪ই জুলাই Flipkart থেকে পাওয়া যাবে।

Dizo Wireless নেকব্যান্ড ফিচার ও স্পেসিফিকেশন

মেটালিক ফ্রেমের সাথে আসা ডিজো ওয়্যারলেস নেকব্যান্ডটি ওজনে ২৩.১ গ্রাম। এই অডিও ডিভাইসটি, ম্যাগনেটিক ফাস্ট পেয়ার টেকনোলজির সাথে এসেছে। ফলে নেকব্যান্ডটির বাড দুটি লক থাকলে মিউজিক থেমে যাবে এবং লক খুলে দিলেই পুনরায় মিউজিক চলতে শুরু করবে। উৎকর্ষমানের সাউন্ড সরবরাহ করার জন্য এটিতে, ব্যাস বুস্ট প্লাস (Bass Boost+) অ্যালগরিদম সহ একটি ১১.২ মিমি দৈর্ঘ্যের ড্রাইভার রয়েছে। এছাড়া, অন্যান্য ফিচারের মধ্যে, ৮৮ এমএস লো-লেটেন্সি যুক্ত গেমিং মোড, এনভায়রোমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC), IPX4 রেটিং এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট পাওয়া যাবে।

ব্যাটারি লাইফের প্রসঙ্গে বললে, Dizo Wireless নেকব্যান্ডটিতে ১৫০mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একটানা ১৭ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক সরবরাহ করবে। এই ডিভাইটি কুইক চার্জ টেকনোলজির সাপোর্ট সহ আসায়, এটি ১০ মিনিটের স্বল্প চার্জে ১২০ মিনিট পর্যন্ত প্লেব্যাক অফার করবে। আর জানিয়ে রাখি, নেকব্যান্ডটিকে বডিতে থাকা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ২ ঘন্টার মধ্যে ফুল চার্জ করা যাবে।

Realme Dizo Wireless নেকব্যান্ড দাম ও লভ্যতা

ভারতে ডিজও ওয়্যারলেস নেকব্যান্ডটির দাম, ১,৪৯৯ টাকা রাখা হয়েছে। তবে প্রথম সেলে এটিকে ১,২৯৯ টাকায় বিক্রি করা হবে, বলে সংস্থাটি জানিয়েছে। অরেঞ্জ, ব্ল্যাক, ব্লু এবং গ্রীন কালারের চারটি ভ্যারিয়েন্টের সাথে আসা এই অডিও ডিভাইসটিকে আগামী ৭ই জুলাই Flipkart থেকে কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago