অ্যানিভার্সারি সেলে Realme-র গিফট, 14 হাজার টাকা দাম কমলো এই 5G স্মার্টফোনের

Realme GT 2 Pro ফোনের এমআরপি ৪৯,৯৯৯ টাকা, তবে ছাড়ের পরে এটি ৩৫,৯৯৯ টাকায় অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে

Realme ভারতীয় ব্যবহারকারীদের জন্য অ্যানিভার্সারি সেল নিয়ে এসেছে। এই সেলে সংস্থাটি ক্রেতাদের ১০০ কোটি টাকা পর্যন্ত বেনিফিট দিচ্ছে। ফলে আপনি যদি এই সময়ে রিয়েলমির নতুন কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে আগের তুলনায় সস্তায় পেয়ে যাবেন। এই প্রতিবেদনে আমরা রিয়েলমি অ্যানিভার্সারি সেলের একটি টপ ডিল সম্পর্কে জানাতে চলেছি।

চলমান এই সেলে Realme GT 2 Pro এর উপর বাম্পার ডিল দেওয়া হচ্ছে। যেকারণে এর ৮ জিবি র ্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ১৪,০০০ টাকা ছাড়ে। Realme GT 2 Pro ফোনের এমআরপি ৪৯,৯৯৯ টাকা, তবে ছাড়ের পরে এটি ৩৫,৯৯৯ টাকায় অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে।

এছাড়া আপনি যদি ফোনটি কেনার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তবে হাজার টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। এছাড়াও, মোবিকুইক ওয়ালেট দিয়ে অর্থ প্রদানকারীদের দেওয়া হবে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। কম্বো অফারে ফোনটি কিনলে অ্যাড-অন প্রোডাক্টে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। 

Realme GT 2 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর চালিত রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সামনে দেখা যাবে ৩২১৬×১৪৪০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি ডব্লিউকিউএইচডি+ ডিসপ্লে। এই এলটিপিও ২.০ ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। আবার এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ১৪০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য, সংস্থাটি গরিলা গ্লাস ভিক্টাসও দিয়েছে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ২ প্রো ফোনের পেছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি মাইক্রো লেন্স। রিয়েলমির এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে চলে।