১০০ টাকায় ১০০ টাকা টকটাইম, অফারের ভ্যালিডিটি বাড়ালো BSNL

রাষ্ট্রায়ত্ত টেলিকম-সার্ভিস প্রদানকারী BSNL গত আগস্ট মাসে একটি নতুন প্রোমোশনাল অফার ঘোষণা করেছিল। এই অফার অনুযায়ী রবিবার, ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহক সম্পূর্ণ ফুল টকটাইম পেয়ে যেতেন। গত ২২শে আগস্ট থেকে ১১ই নভেম্বর পর্যন্ত অফারটি শুধুমাত্র জিএসএম গ্রাহকদের জন্যই উপলব্ধ ছিলো। কিন্তু সম্প্রতি বিএসএনএল এই অফার পুনরায় ফিরিয়ে এনেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ২৯শে নভেম্বর থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত এখনো প্রায় চার মাস অফারটি বহাল থাকবে।

জানিয়ে রাখি, ইতিমধ্যেই BSNL এর তামিলনাড়ু সার্কেল অফারটি ফিরিয়ে আনার কথা টুইট করে জানিয়েছে। গ্রাহকরা পেপার ভাউচার, সি-টপআপ, এম-ওয়ালেট এবং ওয়েব পোর্টালের মাধ্যমে রিচার্জ করলে একশো’য় একশো টাকা টকটাইম পাবে। আগের মতোই কেবল রবিবার রিচার্জ করতে হবে। জানিয়ে রাখি, ফুল টকটাইম হিসেবে পাওয়া একশো টাকার কোন ভ্যালিডিটি নেই। অর্থাৎ আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারেন।

‘একশো টাকায় ফুল টকটাইম’ অফারটি ফিরে আসায় অনেক বিএসএনএল উপভোক্তার মুখেই যে হাসি ফুটবে, সে কথা বলার অপেক্ষা রাখেনা। আগেই বলেছি, ২৯শে নভেম্বর থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত প্ল্যানটির সুবিধা গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে গত রবিবার বাদ দিলে গ্রাহকদের হাতে এখনো ১৭টি রবিবার আছে। তাই অযথা তাড়াহুড়ো করার কোন প্রয়োজন নেই।

এছাড়াও BSNL তাদের কিছু এক্সট্রা টকটাইম প্ল্যানকে ফুল টকটাইম প্ল্যানে পরিণত করেছে। এর আগে কয়েকটি রিচার্জ প্ল্যান, যেমন ৫৫০/১১০০/২০০০/৩০০০/৫৫০০ টাকা রিচার্জ করলে গ্রাহক পুরো টকটাইমের সাথে নির্দিষ্ট পরিমাণ এক্সট্রা টকটাইমও পেয়ে যেতেন। কিন্তু সম্প্রতি BSNL রিচার্জগুলির থেকে এক্সট্রা টকটাইমের সুবিধাটি তুলে নিয়েছে। ফলে এই প্ল্যানগুলি রিচার্জ করলে এখন শুধুমাত্র পুরো টকটাইম পাওয়া যাবে।